নয়াদিল্লি, 10 জুন: শেহবাজ শরিফের অভিনন্দন বার্তার জবাবে তাঁকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন শেহবাজ শরিফ ৷ 4 জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর, বিশ্বের প্রায় একশোটি দেশের রাষ্ট্রপ্রধানরা নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ৷ উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ সঙ্গে শপথবাক্য পাঠ করেন কেন্দ্রের নয়া এনডিএ সরকারের 71 জন মন্ত্রী ৷
এদিন মোদির এক্স হ্যান্ডলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, "আপনার শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷" গতকাল একটি পোস্টে শরিফের তরফে লেখা হয়, "ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অনেক অভিনন্দন ৷" রবিবার মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে এশিয়ার সাতটি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন ৷ কিন্তু, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাটানির জেরে শেহবাজ শরিফ-সহ কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়নি ৷ এমতাবস্থায় মোদিকে শেহবাজ শরিফের অভিনন্দনবার্তা বেশ তাৎপর্যপূর্ণ ৷