পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তিরুপতির শুদ্ধিকরণ ! 'হিন্দুধর্মকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র', ক্ষুব্ধ শঙ্করাচার্য - Tirupati Laddu Row - TIRUPATI LADDU ROW

Tirupati Laddu Controversy: তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিলেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ ৷ তাঁর সাফ কথা, এবার মন্দিরগুলিকে সরকারের আওতা থেকে বের করে আনতে হবে ৷ তবেই মন্দিরের পবিত্রতা রক্ষা হবে ৷

Tirupati Laddu Controversy
তিরুপতি লাড্ডু বিতর্ক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 1:21 PM IST

Updated : Sep 21, 2024, 2:09 PM IST

তিরুপতি, 21 সেপ্টেম্বর: মন্দিরগুলিকে এবার সরকারের হাত থেকে মুক্ত করতে হবে ৷ তবেই এর পবিত্রতা রক্ষা করা সম্ভব হবে ৷ ঘিয়ের মধ্যে ভেজাল মেশানোটা হিন্দুদের কালিমালিপ্ত করার ষড়যন্ত্র ৷ তিরুপতি লাড্ডু নিয়ে বিতর্কে হুঁশিয়ারি দিলেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ ৷ পশুর চর্বি, মাছের তেল মেশানো ঘি দিয়ে তৈরি হয়েছে তিরুপতি দেবস্থানমের লাড্ডু, যার প্রমাণ মিলেছে ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্টে ৷

বৃহস্পতিবার এই রিপোর্ট সামনে আসতেই অন্ধ্রপ্রদেশের বিখ্যাত হিন্দু মন্দিরের প্রসাদের শুদ্ধিকরণের পর্ব শুরু হয় ৷ অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পাহাড়ের উপরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থনমস বোর্ড (টিটিডি) ৷ শুক্রবার রাতে তিরুমালা তিরুপতি দেবস্থনমস-এর তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, লাড্ডু প্রসাদ শ্রীভরির পবিত্রতা পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে ৷ শ্রীভরি লাড্ডু এখন শুদ্ধ ৷

এই রিপোর্টটি প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর দাবি, পশুর চর্বি, মাছের তেল মেশানো ঘি দিয়ে দিনের পর দিন তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হয়েছে ৷ আর তা হয়েছে পূর্ববর্তী ওয়াইএসআরসিপি মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির আমলে ৷

  • জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ

স্বামী অভিমুক্তেশ্বরানন্দ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ ক্ষুব্ধ শঙ্করাচার্যের প্রশ্ন, ভেজাল দিয়ে মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছিল ৷ সরকার কী করছিল ? তাদের গোয়েন্দারা কী করছিল ? সরকার যদি মন্দিরের কর্তৃত্ব ছেড়ে না দেয় তাহলে আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ ৷ মন্দির পরিচালনার দায়িত্ব ধর্মগুরুদের হাতে তুলে দেওয়া হোক, দাবি জানিয়েছেন তিনি ৷

শঙ্করাচার্য বলেন, "তিরুপতিতে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ স্বাধীনতার পর 77 বছর কেটে গিয়েছে ৷ এখনও হিন্দুরা তাঁদের মন্দিরগুলি নিয়ন্ত্রণের ক্ষমতা হাতে পায়নি ৷ এই ঘটনার পর আমরা আইনি পরামর্শ নেব ৷ আমরা আদালতের দ্বারস্থ হব ৷ বড় মন্দিরগুলিতে যাতে এবার সরকারের কর্তৃত্ব শেষ হয়, সেই দাবি জানাব ৷"

রাজনৈতিক নেতাদের মতো শঙ্করাচার্যও এই লাড্ডু কাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন বলে জানান ৷ তিনি বলেন, "যেভাবে তিরুমালা তিরুপতি দেবস্থনমসে বেনিয়ম হয়েছে, তাতে এবার বদ্রীনাথ ও কেদারনাথ নিয়েও আশঙ্কা রয়েছে ৷ কারণ, সেখানেও তো সরকার সবকিছু দেখভাল করছে ৷ নিয়োগ করছে ৷ কিছু বলা যায় না, ভবিষ্যতে কাকে নিয়োগ করা হবে এবং সেই ব্যক্তি ধর্মীয় জায়গা সম্বন্ধে কতটা কী জানেন, তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে ৷"

Last Updated : Sep 21, 2024, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details