তিরুপতি, 21 সেপ্টেম্বর: মন্দিরগুলিকে এবার সরকারের হাত থেকে মুক্ত করতে হবে ৷ তবেই এর পবিত্রতা রক্ষা করা সম্ভব হবে ৷ ঘিয়ের মধ্যে ভেজাল মেশানোটা হিন্দুদের কালিমালিপ্ত করার ষড়যন্ত্র ৷ তিরুপতি লাড্ডু নিয়ে বিতর্কে হুঁশিয়ারি দিলেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ ৷ পশুর চর্বি, মাছের তেল মেশানো ঘি দিয়ে তৈরি হয়েছে তিরুপতি দেবস্থানমের লাড্ডু, যার প্রমাণ মিলেছে ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্টে ৷
বৃহস্পতিবার এই রিপোর্ট সামনে আসতেই অন্ধ্রপ্রদেশের বিখ্যাত হিন্দু মন্দিরের প্রসাদের শুদ্ধিকরণের পর্ব শুরু হয় ৷ অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পাহাড়ের উপরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থনমস বোর্ড (টিটিডি) ৷ শুক্রবার রাতে তিরুমালা তিরুপতি দেবস্থনমস-এর তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, লাড্ডু প্রসাদ শ্রীভরির পবিত্রতা পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে ৷ শ্রীভরি লাড্ডু এখন শুদ্ধ ৷
এই রিপোর্টটি প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর দাবি, পশুর চর্বি, মাছের তেল মেশানো ঘি দিয়ে দিনের পর দিন তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হয়েছে ৷ আর তা হয়েছে পূর্ববর্তী ওয়াইএসআরসিপি মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির আমলে ৷
- জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ