পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'শক্তি'র উপাসকরা কংগ্রেস-'ইন্ডি' জোটকে উপযুক্ত জবাব দেবেন, মন্তব্য মোদির - Lok Sabha Elections

Lok Sabha Elections 2024: রাহুল গান্ধির 'শক্তি'র বিরুদ্ধে লড়াই মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শিবমোগা থেকে পালটা মোদির মন্তব্য, আগামী 4 জুন ওই 'শক্তি'র উপাসকরাই কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোটকে যথাযথ জবাব দেবে ৷

Image Courtesy: Narendra Modi X
Image Courtesy: Narendra Modi X

By ANI

Published : Mar 18, 2024, 9:47 PM IST

শিবমোগা (কর্নাটক), 18 মার্চ: রাহুল গান্ধির 'শক্তি'র বিরুদ্ধে লড়াই, মন্তব্যের পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কর্নাটকের শিবমোগায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে মোদি বলেন, দেশের শক্তির উপাসকরাই কংগ্রসে এবং ইন্ডিয়া জোটকে আগামী 4 জুন যোগ্য জবাব দেবে ৷

উল্লেখ্য, রবিবার মুম্বইয়ের শিবাজী পার্কের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধি এনডিএ ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ের ব্যাখ্যা দিতে গিয়ে, হিন্দু ধর্মের 'শক্তি' উপাসনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন ৷ রাহুলের সেই মন্তব্যে বিড়ম্বনায় পড়ে যায় কংগ্রেস ও তার জোট সঙ্গীরা ৷ বিশেষত, শরদ পাওয়ারের এনসিপি ও উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠী ৷ রাহুল গান্ধি বলেন, "হিন্দু ধর্মে একটা শব্দ আছে শক্তি ৷ আমরাও একটা 'শক্তি'র বিরুদ্ধে লড়াই করছি ৷" উল্লেখ্য, সনাতন ধর্মে 'শক্তি' বলতেই মাতৃশক্তির আরাধনার কথা বোঝানো হয় ৷ তাই রাহুলের মন্তব্য মাতৃশক্তি বিরোধী বলে নির্বাচনী আবহে প্রচার শুরু করে বিজেপি-সহ এনডিএ-র সদস্য দলগুলি ৷

আর আজ এনিয়ে নরেন্দ্র মোদি বলেন, "গতকাল শিবাজী পার্ক থেকে শক্তি-কে ধ্বংস করার একটি ঘোষণা করা হয়েছে ৷ ভেবে দেখুন, সেটা বালা সাহেব ঠাকরের আত্মাকে কতটা আঘাত করেছে ৷ নারী শক্তির এই আর্শীবাদ আমার সবচেয়ে বড় রক্ষাকবচ ৷ অন্য কোনও সরকার স্বাধীনতার পর থেকে নারী শক্তির বিকাশে এত গুরুত্ব দেয়নি ৷" তিনি এও অভিযোগ করেছেন, 'শক্তি'র উপর আঘাতের অর্থ, দেশের সকল মা ও বোনেদের উপর আঘাত ৷ এই ইস্যুতে 'ইন্ডিয়া' জোটকেও নিশানা করেন মোদি ৷ তাঁর কথায়, "ইন্ডিয়া জোট দেশের এই 'শক্তি'-কে ধ্বংস করতে চায় ৷"

মোদির মতে, দেশের মা, বোন এবং সকল নারীর শক্তিকে বিরোধী জোট নিশানা করেছে ৷ রাহুল গান্ধির সেই বক্তব্যকে হাতিয়ার করেই এদিন কংগ্রেস-সহ গোট বিরোধী জোটকে একসঙ্গে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ৷ বিশেষত, মহারাষ্ট্র থেকে রাহুলের 'শক্তি'র বিরুদ্ধে লড়াই মন্তব্যে, আজ মারাঠা আবেগকে জাগিয়ে তোলার কাজ করেন মোদি ৷ আর তাই বালাসাহেব ঠাকরের প্রসঙ্গও তুলে ধরেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 'মানুষ জগনমোহনের শাসনে অতিষ্ঠ', অন্ধ্রে জোটের প্রচারে গিয়ে মন্তব্য মোদির
  2. ইভিএমের সাহায্য ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবন না মোদি, তোপ রাহুলের

ABOUT THE AUTHOR

...view details