নাগপুর, 13 জুন: বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ৷ বৃহস্পতিবার দুপুরে নাগপুরের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 5 শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আহতদের চিকিৎসার জন্য নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের হিংগা পুলিশ স্টেশন লিমিটের থেকে 25 কিলো মিটার দূরে অবস্থিত ধামনা গ্রাম ৷ এই গ্রামের মধ্যেই চামুন্ডি এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড ৷ সেখানেই এদিন দুপুর 1 টা নগাদা দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনা প্রসঙ্গেই নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিনগল বলেন, "এই ঘটনায় 5জন কর্মীর মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন আরও 5 শ্রমিক ৷ তদন্তকারীদের একটি দল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে ৷"