কলকাতা, 30 জুলাই:আবারও এক রেল দুর্ঘটনা। মঙ্গলবার ঘুম ভাঙল আরও একটি মর্মান্তিক রেল দুর্ঘটনার খবরে। এবার দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া মুম্বই মেল এক্সপ্রেস। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। বাতিল হয়েছে হাওড়া-কাটপাড়ি এক্সপ্রেস এবং খড়গপুর-ধানবাদ এক্সপ্রেস।
বাতিল হওয়া ট্রেনের তালিকা (নিজস্ব চিত্র) ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয় হাওড়া মুম্বই মেল এক্সপ্রেস। স্থানীয় বারাবাম্বু রেল স্টেশনের কাছে দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখনও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহতদের একজনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । যদিও এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই ।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দুর্ঘটনার জেরে আপাতত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল:
- 22861 হাওড়া কাটপাড়ি এক্সপ্রেস
- 08015/18019 খড়গপুর ধানবাদ এক্সপ্রেস
- 12021/12022 হাওড়া বারবিল এক্সপ্রেস
দক্ষিণ -পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্রেন দুর্ঘটনার জেরে যেমন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে অন্যদিকে আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও সময় পরিবর্তন করা হয়েছে।
- 12021 জন শতাব্দী এক্সপ্রেসের ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে।
- 12703 হাওড়া সেকেন্দ্রবাদ এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে।
- এছাড়াও 13512/13511 আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
- 13288 আরা দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস-এর যাত্রাপদ পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনটি আসানসোল, জয়চন্ডী পাহাড়, ভজুডি, বোকারো স্টিল সিটি, কোটশিলা, মুড়ি, নোয়াগাঁও এবং রাউকেল্লা হয়ে গন্তব্যে পৌঁছবে।
- 08173 আসানসোল-টাটা ইএমইইউ আদ্রায় যাত্রা শেষ করবে।
- 22861 ইস্পাত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
- 18114 বিলাসপুর জংশন টাটা এই ট্রেনটি যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
- 18190 এর্নাকুলাম জংশন টাটা ট্রেনটি যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে।
- 18011 হাওড়া চক্রধরপুর এই ট্রেনটির যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে।
সাতসকালে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হাওড়া-মুম্বই মেলের 18টি কামরা
যেসমস্ত ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে:
- 12262 হাওড়া -সিএমএসটির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
- 12130 হাওড়া-পুনে এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
- 18005 হাওড়া-জগদলপুর এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
- 12834 হাওড়া-আমেদাবাদ জংশনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
- 18477 পুরী-যোগনাগারি-ঋষিকেশ এক্সপ্রেসের পথ পরিবর্তন কিরা হয়েছে।
- 18029 লোকমান্য তিলক ট্যার্মিনাস-শালিমার এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছ।
- 12859 সিএফএসটি- হাওড়া যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে।
- 12833 আমেদাবাদ জংশন-হাওড়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
বটগাছে ধাক্কা মারল যাত্রীবোঝাই ট্রেন, এবার দুর্ঘটনা ছত্তিশগড়ে