পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাজারিবাগে খাদে উলটে গেল কলকাতা থেকে পটনাগামী বাস, মৃত 7; আশঙ্কাজনক বহু - ROAD ACCIDENT IN HAZARIBAGH

হাজারিবাগের বারকাঠার গোরহারে যাত্রীবোঝাই একটি বাস খাদে উলটে গিয়েছে । ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে । 12 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ৷

road accident in Hazaribagh
হাজারিবাগে মর্মান্তিক পথদুর্ঘটনা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2024, 12:22 PM IST

হাজারিবাগ(ঝাড়খণ্ড), 21 নভেম্বর: সাতসকালে হাজারিবাগে পথদুর্ঘটনার কবলে কলকাতা থেকে পটনাগামী বাস ৷ রাস্তার ধারে খাদে উলটে গেল যাত্রী বোঝাই বাসটি ৷ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ তাঁদের মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে বারকাথার গোরহর থানা এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে পটনার দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি ৷ ভোর 5টা থেকে 6টার মধ্যে ঘটনাটি ঘটে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে গোরহর থানা থেকে মাত্র 200 মিটার দূরে বরকাথার রাস্তার পাশে একটি খাদে উলটে যায় বাসটি । চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে আসেন ৷ তাঁরাই গোরহর থানার সহায়তায় আহতদের বাস থেকে বের করেন ।

দুর্ঘটনার কবলে কলকাতা থেকে পটনাগামী বাস (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, নিহতদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি । ঘটনার পর প্রাক্তন বিধায়ক জানকী যাদব ও তাঁর লোকজন ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁরা আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন । আহতদের অ্যাম্বুলান্সের সাহায্যে প্রাথমিক চিকিৎসার পর হাজারিবাগ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, গত দুই বছরে ওই এলাকায় 20টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে । বৃহস্পতিবারের ঘটনাটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা । রাস্তা নির্মাণে অবহেলার কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ । এ দিন ঘটনাস্থলে উপস্থিত যান বারহির এসডিও, ডিএসপি, বারকাথার সিও এবং পুলিশ আধিকারিকরা ।

উল্লেখ্য, বারকাথায় রাস্তা একমুখী ৷ গত 6 বছর ধরে ছয় লেনের সড়ক তৈরির জন্য কাজ চলছে । তবে এখনও পর্যন্ত 2 কিলোমিটারের নির্মাণ কাজ শেষ হয়নি । এদিনের দুর্ঘটনার পর ক্ষোভ তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে ।

ABOUT THE AUTHOR

...view details