পুনে, 23 ডিসেম্বর: গভীর রাতে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল পুনে ৷ সোমবার রাতে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে ৷ সে সময় ফুটপাতে অনেকে ঘুমোছিলেন ৷ এ ঘটনায় মৃত্যু হয় 3 জনের ৷ এদের মধ্যে 2 জন শিশুও রয়েছে ৷ 6 জন গুরতর আহত ৷
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে সোমবার রাত 1টা নাগাদ পুনের কেসনান্দ ফাটার কাছে ওয়াঘোলিতে ৷ একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে ৷ সে সময় ফুটপাতে শুয়ে ছিলেন কয়েকজন শ্রমিক ও তাঁদের পরিবার ৷
ডাম্পারটি তাঁদের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে 2 শিশু ও একজন পুরুষ রয়েছে ৷ গুরুতর আহত হয়েছে 6 জন । প্রাথমিক তদন্ত জানা গিয়েছে, ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় ছিল ৷ পুনে থেকে ওয়াঘোলি যাওয়ার সময় বিল্ডওয়েল এন্টারপ্রাইজের মালিকানাধীন এই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে অভিযোগ ।
নিহতদের মধ্যে রয়েছে বৈভাবী রিতেশ পাওয়ার (1 বছর) ও তার দাদা বৈভব রিতেস্ত পাওয়ার (2 বছর) এবং রিনেশ এন পাওয়ার (30 বছর) । এরা সবাই পাশাপাশি ঘুমাচ্ছিল ৷ সে সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ৷ আহত 6 জনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদের সসুন হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয়দের মতে, প্রায় 12 শ্রমিক রবিবার অমরাবতী থেকে এই অঞ্চলের বিভিন্ন নির্মাণ সাইটে কাজ করতে এসেছিলেন।
পুলিশ এবং আধিকারিকরা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে, ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় ছিল ৷ স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসে ৷ দুর্ঘটনাস্থলের চারদিকে রক্ত এবং আশেপাশে ছড়িয়ে ছিল শ্রমিকদের খালি জিনিসপত্র, জামাকাপড় এবং বাসনপত্র ৷ পরে পুলিশ ডাম্পারটি সরানোর ব্যবস্থা করে ৷