বরেলি, 3 অক্টোবর: বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ সেই অভিঘাতে ভেঙে পড়ল চারটি দোকান ৷ এই বিস্ফোরণের শব্দে বহু দূর থেকেও শোনা গিয়েছে ৷ মৃত্যু হয়েছে 2 শিশু এবং 2 জন মহিলা-সহ মোট 6 জনের ৷ এর সঙ্গে আহত হয়েছেন আরও 6 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ উত্তরপ্রদেশের বরেলিতে ঘটনাটি ঘটেছে বুধবার ৷
অবৈধ বাজি কারখানা চালানোর অভিযোগে পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে ৷ অন্য অভিযুক্তদের সন্ধান করছে পুলিশ ৷ আর এই সূত্র ধরে জেলায় অবৈধ বাজি কারখানাগুলিতে তল্লাশি অভিযান চালাবে পুলিশ ৷ জানা গিয়েছে, বিস্ফোরণের খবর পেতেই সিরৌলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ উদ্ধারের কাজ শুরু হয় ৷ জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে ৷ ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে থাকতে পারে আশঙ্কাও করা হচ্ছে ৷ পুলিশেকর প্রাথমিক অনুমান, এই বেআইনি বাজি কারখানায় আতশবাজি তৈরি হচ্ছিল ৷ সেই সময় বিস্ফোরণ হয় ৷ এরপর একের পর এক বিস্ফোরণে পুরো গ্রাম কেঁপে ওঠে ৷
উত্তর প্রদেশের বরেলিতে ভয়াবহ বিস্ফোরণ (ইটিভি ভারত) বিস্ফোরণের বিকট শব্দে মানুষ ভয়ে পেয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে ৷ এসডিএম, সিও এবং এসও যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছন ৷ ওই বাড়িটিতে তিন জন মহিলা ছিলেন ৷ তাঁদের মৃত্যু হয়েছে ৷ গভীর রাতে উদ্ধারের সময় ধ্বংসস্তূপের নীচ থেকে 2 শিশুর দেহও উদ্ধার করা হয় ৷ বৃহস্পতিবার চিকিৎসার সময় আরও এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷
এই ঘটনায় নাসির নামের একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া আরও 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে ৷ পুলিশ আধিকারিক অনুরাগ আর্য জানান, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এখনও পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে ৷ তদন্ত জানা গিয়েছে, এলাকার একটি বাড়িতে বাজি তৈরির কারখানায় বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা ছিল ৷ অভিযুক্ত নাসির বিগত 15 বছর ধরে বাজি বিক্রি করছেন ৷ তাঁর লাইসেন্স এবছরের 21 মার্চ পর্যন্ত বৈধ ছিল ৷ তারপর আর লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি ৷