পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডে মৃত বেড়ে 34, চিকিৎসাধীন অন্তত 60; নির্দেশ সিবিসিআইডি তদন্তের - ILLICIT LIQUOR - ILLICIT LIQUOR

10 DIE CONSUMING ILLICIT LIQUOR: তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদ প্রাণ কাড়ল 34 জনের ৷ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 60 ৷ ঘটনায় সিবিসিআইডি তদন্তের নির্দেশ মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিনের ৷ প্রশাসনিক স্তরেও করা হয়েছে রদবদল ৷

ILLICIT LIQUOR
তামিলনাড়ুতে বিষমদে মৃত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 7:45 AM IST

Updated : Jun 20, 2024, 2:19 PM IST

কাল্লাকুরিচি (তামিলনাড়ু), 20 জুন: বিষমদ পান কাণ্ডে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 34 ৷ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন 60 জনেরও বেশি ৷ পুলিশ জানিয়েছে, বিষমদ পানে হতাহতদের মধ্যে অধিকাংশই দিনমজুর ৷ মঙ্গলবার রাতে কাল্লাকুরুচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে প্যাকেটজাত ওই বিষমদ পান করে সকলে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এরপর বাড়ি ফিরে তারা অসুস্থ বোধ করে ৷ শুরু হয় মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, বমি ৷ পরিবারের সদস্যরা বিষমদ পানকারীদের কাল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় 10 জনের ৷ এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যাটা ৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে স্থানান্তরিত করা হয় ৷ এছাড়া সালেম ও ভিল্লুপুরমের হাসপাতালেও ভর্তি রয়েছেন অনেকে ৷ ইতিমধ্যেই অভিযুক্ত বেআইনি মদ বিক্রেতাকে গ্রেফতার করে 200 লিটার মদ বাজেয়াপ্ত করেছে তামিলনাড়ু পুলিশ ৷

হাসপাতালে চিকিৎসাধিন অসুস্থদের রক্তের নমুনা সংগ্রহ করে তা ভিল্লুপুরম এবং জিপমেরের ফরেনসিক ল্যবে পাঠানো হয় ৷ পুলিশ জানিয়েছে নমুনা পরীক্ষার রিপোর্টে সকলের রক্তে মেথানলের অস্বাভাবিক উপস্থিতি পাওয়া গিয়েছে ৷ ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে কাল্লাকুরিচি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ পাশাপাশি অসুস্থদের স্বাস্থ্য সংক্রান্ত খবরাখবরের জন্য রাজ্যের দুই মন্ত্রীকে কাল্লাকুরিচি মেডিক্যল কলেজে পাঠানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করেছেন তিনি ৷

ইতিমধ্যেই কাল্লাকুরিচিতে নয়া ডিস্ট্রিক্ট কালেক্টরও নিয়োগ করেছে রাজ্য সরকার ৷ একইসঙ্গে কাল্লাকুরিচি ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট সামাই সিংকেও সাসপেন্ড করা হয়েছে ৷ দুঃখপ্রকাশ করে ঘটনায় সিবিসিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ পান করে মানুষের মৃত্যুর ঘটনায় আমি বিস্মিত এবং একইসঙ্গে দুঃখিত ৷ ঘটনায় জড়িত সকলেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ৷ যে সকল প্রশাসনিক আধিকারিক এই জঘন্য ঘটনা রুখতে ব্যর্থ হয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এহেন অপরাধের সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করা গেলে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷ সমাজকে নষ্ট করার এহেন জঘন্য অপরাধ কড়া হাতে দমন করা হবে ৷"

Last Updated : Jun 20, 2024, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details