পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের সেনা কনভয়ে জঙ্গি হামলা, শহিদ 4 জওয়ান - Encounter in Kathua

Militants attacked Military Convoy: ফের উত্তপ্ত উপত্যকা ৷ সোমবার আবারও সেনা কনভয়ে হামলা চালাল জঙ্গিরা ৷ গুরুতর আহত 10 সেনা জওয়ানের মধ্যে শহিদ হয়েছেন 4 জন ৷ কড়া নিরাপত্তায় চলছে তল্লাশি অভিযান ৷

Militants attacked Military Convoy
সেনা কনভয়ে জঙ্গি হামলা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 10:12 PM IST

জম্মু, 8 জুলাই: সেনা কনভয়ে জঙ্গি হামলা ঘিরে উত্তপ্ত উপত্যকা ৷ জম্মু ও কাশ্মীরের কাঠুয়া বর্ডার জেলার প্রত্যন্ত মাচেদি এলাকায় সেনাবাহিনীর গাড়িতে সোমবার বিকেলে হামলা চালায় জঙ্গিরা ৷ মাচেদি-কিন্ডলি-মালহার রোডে এই হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় 10 জন সেনা জওয়ানকে ভর্তি করা হয় সেনা হাসপাতালে ৷ তাঁদের মধ্যে শহিদ হয়েছেন 4 জওয়ান ৷

সূত্রের খবর, জঙ্গিরা জওয়ানদের কনভয়ে গ্রেনেড হামলা চালায় ৷ তারপর গাড়ি লক্ষ্য করে অনবরত গুলি চালাতে থাকে ৷ নিরাপত্তারক্ষীরাও পালটা জবাব দেয় জঙ্গিদের ৷ হামলার পর গভীর জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা ৷ এদিকে, হামলার খবর সেনা শিবিরে পৌঁছতেই তৎক্ষনাৎ আরও জওয়ান ঘটনাস্থলে উপস্থিত হন ৷ এরপর জঙ্গলের ভিতর ঢুকে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালান সেনা জওয়ানরা ৷

মাস খানেকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালাল জঙ্গিরা ৷ 12 জুনই জঙ্গিরা জওয়ানদের উপর হামলা চালায় ৷ সেই ঘটনায় সেনাদের হাতে নিহত হয় দুই জঙ্গি ৷ শহিদ হন এক সিআরপিএফ জওয়ান ৷ এদিনের হামলায় পুলিশের অনুমান, তিনজন জঙ্গি সীমান্তের ওপার থেকে ভারী অস্ত্র-সহ ভারতে অনুপ্রবেশ করে ৷ ডিজিপি আরআর সোয়াইন উধমপুর জেলার বসন্তগড়ের সঙ্গে সংযুক্ত ঘন জঙ্গল এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের তদারকি করছেন ৷ এর আগেই এই জঙ্গলে একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে ৷

বসন্তগড়ের সঙ্গে এই ঘন জঙ্গল সংযুক্ত। 28 এপ্রিল বসন্তগড়ের পানারা গ্রামে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে একজন গ্রাম প্রতিরক্ষা রক্ষী মহম্মদ শরীফ নিহত হন। সেনা আধিকারিকদের অনুমান, সন্ত্রাসবাদীরা সীমান্তের ওপার থেকে লুকিয়ে প্রবেশে সক্ষম হওয়ার পরে এই পথ ব্যবহার করেছিল ৷ উল্লেখ্য, গত 48 ঘণ্টায় ভারতীয় সেনার উপর দ্বিতীয়বার হামলা চালাল জঙ্গিরা ৷ রবিবার রাজৌরির আর্মি ক্যাম্পে আচমকাই হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় এক সেনা গুরুতর আহত হন৷

ABOUT THE AUTHOR

...view details