পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'রামমন্দির উড়িয়ে দেব', খালিস্তানি জঙ্গি পান্নুনের হুমকিতে অযোধ্য়ায় আঁটোসাঁটো নিরাপত্তা

16-17 নভেম্বর রামমন্দির ভেঙে টুকরো টুকরো করে দেব, খালিস্তানি জঙ্গিনেতা গুরপতবন্ত সিং পান্নুনের হুমকি পেতেই অযোধ্য়াজুড়ে জোরদার নিরাপত্তা শুরু হয়েছে ৷

KHALISTANI THREAT ON RAM MANDIR
পান্নুনের হুমকিতে অযোধ্য়ায় আঁটোসাঁটো নিরাপত্তা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 2:05 PM IST

অযোধ্য়া, 12 নভেম্বর: রাম জন্মভূমিতে এখন হাই-অ্যালার্ট ৷ হিন্দুদের আস্থার এই মন্দির বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন ৷ এক ভিডিয়ো বার্তায় খালিস্তানি জঙ্গি নেতা পান্নুন বলে, "আমরা অযোধ্যার রামমন্দির ও হিন্দুত্ববাদী আদর্শের জায়গা অযোধ্যার নীতির ভিত নাড়িয়ে দেব। 16 থেকে 17 নভেম্বরের মধ্যে হামলা চালানো হবে অযোধ্যার রামমন্দিরে।" এই হুমকির পরই নড়েচড়ে বসেছে অযোধ্যা জেলা প্রশাসন ৷ বাড়ানো হয়েছে রামমন্দিরের নিরাপত্তা ৷

'শিখস ফর জাস্টিসে'র প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের ওই ভিডিয়োতে আরও দেখানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধনের দিন যে প্রার্থনা করছিলেন, সেই দৃশ্য়। পাশাপাশি কানাডার ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন খালিস্তানিদের থেকে দূরে থাকে। এই হুমকির পর শ্রীরাম জন্মভূমি কমপ্লেক্স হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রাশসনিক কর্মকর্তা মন্দির চত্বরে নিরাপত্তা দিতে পুরোদস্তুর ব্যস্ত ৷ বারবার পরিদর্শন করে চলেছেন তাঁরা ৷

নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান আধিকারিক বলরামচারী দুবে জানান, এটিএসের কর্মীরা পুলিশ বাহিনীর সঙ্গে শ্রীরাম জন্মভূমির যাওয়ার রাস্তা-সহ পুরো কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর রাখা হয়েছে। 24 ঘণ্টা মনিটরিং করা হচ্ছে ৷ এর আগে চলতি বছরের 22 অগস্টও হুমকি দেওয়া হয়েছিল। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হেল্প ডেস্ক মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছিল। লেখা ছিল খুব তাড়াতাড়ি মন্দিরটি ধ্বংস হয়ে যাবে। তারপর এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হবে ৷

অন্যদিকে, পান্নুনের এমন হুমকি অবশ্য প্রথমবার নয়, এর আগে এয়ার ইন্ডিয়ায় বোমা হামলার হুমকি দিয়েছিল এই খলিস্তানি জঙ্গি। 2020 সালে ইউএপিএ Unlawful Activities (Prevention) Act আইনে জঙ্গি ঘোষণা করা হয় পান্নুনকে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষণা করা হয় তার সংগঠন শিখস ফর জাস্টিসকে।

ABOUT THE AUTHOR

...view details