অযোধ্য়া, 12 নভেম্বর: রাম জন্মভূমিতে এখন হাই-অ্যালার্ট ৷ হিন্দুদের আস্থার এই মন্দির বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন ৷ এক ভিডিয়ো বার্তায় খালিস্তানি জঙ্গি নেতা পান্নুন বলে, "আমরা অযোধ্যার রামমন্দির ও হিন্দুত্ববাদী আদর্শের জায়গা অযোধ্যার নীতির ভিত নাড়িয়ে দেব। 16 থেকে 17 নভেম্বরের মধ্যে হামলা চালানো হবে অযোধ্যার রামমন্দিরে।" এই হুমকির পরই নড়েচড়ে বসেছে অযোধ্যা জেলা প্রশাসন ৷ বাড়ানো হয়েছে রামমন্দিরের নিরাপত্তা ৷
'শিখস ফর জাস্টিসে'র প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের ওই ভিডিয়োতে আরও দেখানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধনের দিন যে প্রার্থনা করছিলেন, সেই দৃশ্য়। পাশাপাশি কানাডার ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন খালিস্তানিদের থেকে দূরে থাকে। এই হুমকির পর শ্রীরাম জন্মভূমি কমপ্লেক্স হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রাশসনিক কর্মকর্তা মন্দির চত্বরে নিরাপত্তা দিতে পুরোদস্তুর ব্যস্ত ৷ বারবার পরিদর্শন করে চলেছেন তাঁরা ৷