চেঙ্গালপাট্টু (তামিলনাড়ু), 27 নভেম্বর: গরু চরাতে গিয়ে মাঠের কাছাকাছি পুরনো মহাবলিপুরম রোডে বসেছিলেন পাঁচ মহিলা ৷ হঠাৎ একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের পিষে দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের ৷ ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷
জানা গিয়েছে, ঘাতক গাড়িটি চেন্নাই থেকে পন্ডিচেরি যাচ্ছিল ৷ দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় । স্থানীয়দের চেষ্টায় ঘাতক গাড়ির চালক-সহ দু'জনকে আটক করা হয় । যদিও গাড়িতে থাকা বাকিরা পালিয়ে যায় ।
স্থানীয় লোকজন দুর্ঘটনার কথা থানায় জানায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাদের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চেঙ্গলপাট্টু সরকারি হাসপাতালে পাঠায় ৷ পরে, গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে ৷ তাঁদের পুলিশ ভ্যানে বসিয়ে মামাল্লাপুরম থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেই সেখানে জড়ো হওয়া লোকজনের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয় ৷ রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী ৷ নিরীহ মহিলাদে মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের গাড়ি থেকে নামানোর দাবি জানান তাঁরা । এই কারণে ওই এলাকায় কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত মহিলারা সকলেই চেঙ্গালপাট্টু জেলার মামাল্লাপুরমের পাশে পন্ডিথামেদু গ্রামের ৷ তাঁদের নাম কাথাই, বিজয়া, গৌরী, লোকম্মল এবং যশোদা ৷ সকলেরই বয়স 50 বছরের বেশি । গাড়ির গতি ছিল অনেক বেশি ৷ চালক মদ্যপ ছিল ৷ এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিরা পালিয়ে গিয়েছে ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷