এর্নাকুলাম, 1 নভেম্বর: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ সেবাস্তিয়ান পল ৷ প্রথম ইউপিএ সরকারের আমলে বাম-সমর্থিত নির্দল সাংসদ ছিলেন সেবাস্তিয়ান ৷ তিনি দাবি করেছেন, পারমাণবিক চুক্তি নিয়ে 2008 সালের আস্থা ভোটের সময় প্রণব মুখোপাধ্য়ায় তাঁকে ইউপিএ-র পক্ষে ভোট দেওয়ার জন্য 25 কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ৷
ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তির বিরুদ্ধে ইউপিএ সরকারের উপর থেকে বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করে ৷ এরপরেই সংসদে আস্থা ভোট হয়েছিল। এক মালায়ালাম সাপ্তাহিককে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন সাংসদ সেবাস্তিয়ান পল জানান, সরকার টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে উঠেপড়ে লেগেছিলেন প্রণব মুখোপাধ্যায় ৷ পল আরও জানিয়েছেন, তৎকালীন কংগ্রেস নেতা ভেইলার রবিও ঘুষের এই প্রস্তাবে জড়িত ছিলেন। তাছাড়া সোনিয়া গান্ধির প্রাক্তন রাজনৈতিক সচিব তথা প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলেরও নাম জড়িয়েছেন পল।