পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুম্ভস্নানে যাওয়ার পথে বিহারে দুর্ঘটনা! আহত দুর্গাপুরের 4 পুণ্যার্থী-সহ পাঁচজন - ROHTAS ROAD ACCIDENT

দুর্গাপুর থেকে কুম্ভস্নান করতে প্রয়াগরাজে গাড়ি নিয়ে যাচ্ছিলেন জনাপাঁচেক পুণ্যার্থী ৷ বিহারের রোহতাস জেলায় পথ দুর্ঘনার শিকার হয়েছেন তাঁরা ৷

Rohtas Road Accident
কুম্ভস্নানে যাওয়ার পথে বিহারে দুর্ঘটনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2025, 10:10 PM IST

রোহতাস (বিহার), 28 জানুয়ারি:আগামীকাল মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভস্নান করতে প্রয়াগরাজে যাওয়ার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি চলছে ৷ কেউ ট্রেনে যাচ্ছেন, কেউ বাসে যাচ্ছেন ৷ আবার কেউ নিজের গাড়ি নিয়েই যাচ্ছেন প্রয়াগরাজে কুম্ভস্নান করতে ৷ তেমনই দুর্গাপুর থেকে কুম্ভস্নান করতে প্রয়াগরাজে গাড়ি নিয়ে যাচ্ছিলেন জনাপাঁচেক পুণ্যার্থী ৷ কিন্তু, যাওয়ার পথেই বিহারের রোহতাস জেলায় পথ দুর্ঘনার শিকার হয়েছেন তাঁরা ৷

প্রতিবেশী রাজ্যের রোহতাস জেলা থেকে খবর পাওয়া গিয়েছে, মহাকুম্ভে স্নান করতে প্রয়াগরাজে যাওয়ার পথে একটি স্করপিও গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও এই ঘটনায় পাঁচ জন পুণ্যার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সাসারামের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, দাড়িগাঁও থানার বাভাঙ্গামায় জাতীয় সড়কে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই গাড়ির মধ্যে দুর্গাপুরের পাঁচ ব্যক্তি ছিলেন যাঁরা মহাকুম্ভে স্নান করতে প্রয়াগরাজ যাচ্ছিলেন, এই দুর্ঘটনায় তাঁরা জখম হয়েছেন। আহতদের মধ্যে সুনীতা দেবী নামে এক মহিলাও রয়েছেন। এছাড়াও, 10 বছরের শিশু প্রিয়াংশু রাজও রয়েছে। আহতরা সকলেই দুর্গাপুরের মুচিপাড়ার বাসিন্দা এবং তারা মহাকুম্ভে স্নান করতে সড়কপথে প্রয়াগরাজ যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, প্রয়াগরাজ যাওয়ার পথে স্করপিও গাড়িটির একটি টায়ার ফেটে যায়, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ঝুপড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় ওই ঝুপড়িতে বসবাসকারী অনিতা দেবী নামে এক মহিলাও আহত হন। তাঁকে চিকিৎসার জন্য সাসারামের সদর হাসপাতালে আনা হয়েছে। দুর্ঘটনায় আহত সকলকেই চিকিৎসার জন্য সাসারামের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাণসীতে রেফার করা হচ্ছে।

আরও পড়ুন
মৌনী অমাবস্যায় পুণ্যস্নানের ইচ্ছে, মহাকুম্ভে যাওয়ার পথে মৃত একই পরিবারের 4

ABOUT THE AUTHOR

...view details