নয়াদিল্লি, 19 মার্চ: নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর অধীনে বিধিগুলি কার্যকর করার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন ৷মঙ্গলবার এই সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি করতে চলেছে দেশের শীর্ষ আদালত ৷ এখনও পর্যন্ত সিএএ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং তার উপর স্থগিতাদেশ চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷
কেন্দ্রীয় সরকারের তরফে আইন লাগু হওয়ার বিজ্ঞপ্তি জারির পরই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ-সহ অন্যান্য একাধিক সংগঠনের তরফে শীর্ষ আদালতে আবেদন দাখিল করা হয়েছে ৷ প্রত্যেক আবেদনকারীই রিট পিটিশনে সিএএ আইনের বিধির উপর স্থগিত চেয়েছে বলেই জানা গিয়েছে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইইউএমএলের দায়ের করা আবেদনে, আইনজীবী কপিল সিব্বল এই বিষয়ে জরুরি শুনানির আবেদন করেছিলেন।
সিব্বল জানান, কেন্দ্র লোকসভা নির্বাচনের আগে নিয়মগুলিকে অবহিত করেছে ৷ একই সঙ্গে, তিনি যোগ করেছেন, যদি নাগরিকত্ব দেওয়া হয় তবে এটিকে ফিরিয়ে আনা অসম্ভব হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এর পালটা জানিয়েছেন, বিষয়টি তালিকাভুক্ত করা যেতে পারে ৷ তিনি উল্লেখ করেছেন, এই বিষয়ে 200 টিরও বেশি পিটিশন রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, 200টিরও বেশি পিটিশনের পুরো ব্যাচটি সর্বশেষ ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশনগুলির সঙ্গেই তালিকাভুক্ত করা হবে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 কার্যকর করার জন্য কেন্দ্রের তরফে নাগরিকত্ব সংশোধনী বিধিগুলির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।