নয়াদিল্লি, 20 জুন: নিট-ইউজি 2024 বাতিলের আবেদন মামলায় কেন্দ্র, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং অন্যান্যদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট ৷ এছাড়াও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের যে অভিযোগ উঠেছে, আদালতের নজরদারিতে তার তদন্তের বিষয়েও প্রতিক্রিয়া চেয়েছে শীর্ষ আদালত ৷
হাইকোর্ট থেকে কিছু বকেয়া থাকা পিটিশনকে শীর্ষ আদালতে স্থানান্তর করার জন্য এনটিএ-র দায়ের করা পৃথক আবেদনগুলির বিষয়েও বিভিন্ন পক্ষের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে বিচারপতি বিক্রম নাথ এবং এসভিএন ভাট্টির একটি অবকাশকালীন বেঞ্চ । বেঞ্চ এই আবেদনগুলির শুনানি করবে আটই জুলাই ৷
মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়া 20 জন শিক্ষার্থীর দায়ের করা আবেদনের মধ্যে একটি আবেদন, এনটিএ এবং অন্যান্যদের কাছে নতুন করে পরীক্ষা পরিচালনা করার নির্দেশ চেয়েছে । ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (স্নাতক)-2024 পরীক্ষা সংক্রান্ত পৃথক আবেদনের শুনানি করার সময়, সুপ্রিম কোর্ট 18 জুন বলেছিল যে, পরীক্ষা পরিচালনায় কারও পক্ষ থেকে '0.001 শতাংশ অবহেলা' থাকলেও, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ এনটিএ সর্বভারতীয় প্রি-মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে ।
নিট-ইউজি 2024 নিয়ে অভিযোগ উত্থাপনকারী পৃথক একটি আবেদনের শুনানির সময়, সুপ্রিম কোর্ট গত সপ্তাহে প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের জন্য একটি আবেদনে কেন্দ্র এবং এনটিএর কাছে প্রতিক্রিয়া চেয়েছিল । প্রসঙ্গত, 5 মে 4,750টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রায় 24 লাখ পরীক্ষার্থী এতে অংশ নেয় । (সংবাদসংস্থা পিটিআই)