পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মিলল জামিন, এক যুগ পর জেল থেকে বেরবেন আশারাম বাপু - ASARAM BAPU GETS BAIL

আশ্রমের এক শিষ্যাকে যৌন নির্যাতন করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু ৷ এবার তাঁকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিনে মুক্তি দিল সুপ্রিম কোর্ট ৷

Rape Convict Asaram Bapu gets Bail
জেল থেকে ছাড়া পাবেন যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত আশারাম বাপু (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2025, 9:16 PM IST

Updated : Jan 7, 2025, 9:21 PM IST

নয়াদিল্লি, 7 জানুয়ারি: প্যারোলে সাময়িক মুক্তি পেলেন ধর্ষণে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু ৷ 2013 সালের একটি ধর্ষণের মামলায় তিনি আজীবন কারাবাসের সাজায় রাজস্থানের যোধপুরে সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন ৷ 12 বছর পর মিলল অন্তর্বর্তী জামিন ৷

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ দুই বিচারপতির বেঞ্চ 86 বছর বয়সি আশারাম বাপুকে শর্তসাপেক্ষে 31 মার্চ পর্যন্ত মুক্তি দিয়েছে ৷ তাঁকে শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে ৷ তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, জেলে থেকে বেরিয়ে আশারাম বাপু তাঁর অনুগামীদের সঙ্গে দেখা করতে পারবেন না ৷ এছাড়া কোনও প্রমাণ নষ্টও যেন না করেন, সাফ জানিয়েছে আদালত ৷

আদালতের পর্যবেক্ষণ, আশারাম বাপুর হৃদরোগের সমস্যা রয়েছে ৷ এছাড়া তিনি নানাবিধ বয়সজনিত সমস্যায় ভুগছেন ৷ বর্তমানে যোধপুরের আরোগ্য মেডিক্যাল সেন্টারে তাঁর চিকিৎসা চলছে ৷ এদিন স্বঘোষিত ধর্মগুরু আশারামের হয়ে সওয়াল-জবাব করেন প্রবীণ আইনজীবী দেবদত্ত কামাত, রাজেশ গুলাব ইনামদার এবং শাশ্বত আনন্দ ৷ আইনজীবীরা শীর্ষ আদালতে সওয়াল করেন, আশারাম বাপু প্রৌঢ় ৷ এই অবস্থায় তাঁর কারাবাস তাঁর জীবনকে বিপদে ফেলতে পারে ৷ এই অবস্থায় তাঁর বয়সের দিকটি মাথায় রেখে তাঁকে জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখুক আদালত, আর্জি জানান আশারাম বাপুর আইনজীবীরা ৷

গত 22 নভেম্বর, সুপ্রিম কোর্ট গুজরাত সরকারকে একটি নোটিশ দিয়ে জানতে চায় শারীরিক অসুস্থতার কারণে আশারাম বাপুর জামিন মঞ্জুর করা যায় কি না ৷ নিজের আশ্রমের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আশারাম বাপুর বিরুদ্ধে ৷ এই অভিযোগে 2013 সালের 1 সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয় ৷ পরে 2018 সালের 25 এপ্রিল তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয় ৷

Last Updated : Jan 7, 2025, 9:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details