ETV Bharat / bharat

মুম্বইয়ে তরণীকে ধর্ষণ, যৌনাঙ্গে মিলল ব্লেড ও পাথর - MUMBAI WOMAN RAPED

তীব্র যন্ত্রণা নিয়ে নির্যাতিতাকে রামমন্দির রেলস্টেশনে বসে থাকতে দেখা যায় ৷ সন্দেহ হওয়ায় ভানরাই থানায় খবর দেয় স্থানীয়রা ৷

MUMBAI WOMAN RAPED
মুম্বইয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 1:58 PM IST

মুম্বই, 24 জানুয়ারি: আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদা আদালত ৷ এই আবহে দেশে এক নৃশংস ধর্ষণের ঘটনা সামনে এল ৷ ধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে ব্লেড ও পাথর ঢুকিয়ে পালাল অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে মায়ানগরি মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় ৷ জঘন্য এই অপরাধের 4 দিন পর বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 22 জানুয়ারি গোরেগাঁও এলাকার রামমন্দির রেলস্টেশনে অসহ্য যন্ত্রণায় কাঁদতে দেখা যায় বছর কুড়ির তরুণীকে ৷ ঘটনাটি নজরে আসতেই ভানরাই থানায় খবর দেন স্থানীয়রা ৷ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ গুরুতর আহত অবস্থায় মহিলাকে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শারীরিক পরীক্ষার পর ভয়ঙ্কর ঘটনাটি সামনে আসে ৷

এক পুলিশ আধিকারিক জানান, নির্যাতিতা মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপারার বাসিন্দা ৷ গত 21 জানুয়ারি ভাসাই রেলস্টেশন থেকে নির্যাতিতাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত অটোচালক ৷ অভিযোগ, সমুদ্রের ধারে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে ৷ এখানেই শেষ নয় ৷ ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে সার্জিকাল ব্লেড ও পাথর ঢুকিয়ে দেয় ৷ এরপর নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় রামমন্দির স্টেশনে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ৷

নির্যাতিতার শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল হওয়ার পর অভিযুক্তের সন্ধান শুরু করে পুলিশ ৷ অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার 25, 27 এবং 64 নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

জানা গিয়েছে, 12 নম্বর জোনের ডেপুটি কমিশনার স্মিতা প্যাটেলের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ এই প্রসঙ্গে ডেপুটি কমিশনার বলেন, "অভিযুক্ত রিক্সাচালকের নাম রাজরতন সদাশিব ভলভাল ৷ ইতিমধ্যেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে ৷ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে ৷ তদন্ত চলছে ৷"

পড়ুন: দুই বোনকে গলা কেটে খুন! জেঠিমা ও শয্যাশায়ী জেঠুর উপরও হামলা যুবকের

মুম্বই, 24 জানুয়ারি: আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদা আদালত ৷ এই আবহে দেশে এক নৃশংস ধর্ষণের ঘটনা সামনে এল ৷ ধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে ব্লেড ও পাথর ঢুকিয়ে পালাল অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে মায়ানগরি মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় ৷ জঘন্য এই অপরাধের 4 দিন পর বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 22 জানুয়ারি গোরেগাঁও এলাকার রামমন্দির রেলস্টেশনে অসহ্য যন্ত্রণায় কাঁদতে দেখা যায় বছর কুড়ির তরুণীকে ৷ ঘটনাটি নজরে আসতেই ভানরাই থানায় খবর দেন স্থানীয়রা ৷ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ গুরুতর আহত অবস্থায় মহিলাকে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শারীরিক পরীক্ষার পর ভয়ঙ্কর ঘটনাটি সামনে আসে ৷

এক পুলিশ আধিকারিক জানান, নির্যাতিতা মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপারার বাসিন্দা ৷ গত 21 জানুয়ারি ভাসাই রেলস্টেশন থেকে নির্যাতিতাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত অটোচালক ৷ অভিযোগ, সমুদ্রের ধারে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে ৷ এখানেই শেষ নয় ৷ ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে সার্জিকাল ব্লেড ও পাথর ঢুকিয়ে দেয় ৷ এরপর নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় রামমন্দির স্টেশনে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ৷

নির্যাতিতার শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল হওয়ার পর অভিযুক্তের সন্ধান শুরু করে পুলিশ ৷ অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার 25, 27 এবং 64 নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

জানা গিয়েছে, 12 নম্বর জোনের ডেপুটি কমিশনার স্মিতা প্যাটেলের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ এই প্রসঙ্গে ডেপুটি কমিশনার বলেন, "অভিযুক্ত রিক্সাচালকের নাম রাজরতন সদাশিব ভলভাল ৷ ইতিমধ্যেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে ৷ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে ৷ তদন্ত চলছে ৷"

পড়ুন: দুই বোনকে গলা কেটে খুন! জেঠিমা ও শয্যাশায়ী জেঠুর উপরও হামলা যুবকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.