নয়াদিল্লি, 19 মার্চ: যোগগুরু রামদেব এবং পতঞ্জলির এমডিকে সমন পাঠাল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার দেশের শীর্ষ আদালত যোগাগুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে সশরীরে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেয় ৷ দু'সপ্তাহের মধ্য়ে তাঁদের আদালতে হাজিরা দিতে হবে ৷
পতঞ্জলির সামগ্রীর প্রকাশিত বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ ৷ এর আগে রামদেব একাধিকবার প্রকাশ্যে অ্যালোপ্যাথি চিকিৎসার সমালোচনা করেছেন ৷ এমনকী কোভিড অতিমারির সময়েও তিনি দাবি করেছিলেন, অ্যালোপ্যাথি চিকিৎসা কোভিডের জন্য কার্যকরী নয় ৷
অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে রামদেবের লাগাতার সমালোচনার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করে আইএমএ ৷ পতঞ্জলির বিজ্ঞাপন বিভ্রান্তিকর জানিয়ে মামলা করা হয় ৷ গত বছর 21 নভেম্বর পতঞ্জলির এমডিকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট ৷ এমনকী অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে বিজ্ঞাপন চালিয়ে গেলে পতঞ্জলিকে 1 কোটি টাকা জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দেয় আদালত ৷