নয়াদিল্লি, 25 জুলাই:কলকাতা হাইকোর্টের ন'জন অতিরিক্ত বিচারপতির মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হোক ৷ বুধবার কেন্দ্রকে এমনটাই সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই কলেজিয়ামে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি বিআর গাভাই ৷ তবে কলেজিয়াম এই পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিচারপতিদের নাম সুপারিশ করেনি ।
শীর্ষ আদালতের তরফে প্রস্তাবে বলা হয়েছে, "সুপ্রিম কোর্টের কলেজিয়াম এক বছরের মেয়াদ বাড়ানোর জন্য কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি বিশ্বরূপ চৌধুরী, পার্থসারথি সেন, প্রসেনজিৎ বিশ্বাস, উদয় কুমার, অজয়কুমার গুপ্ত, সুপ্রতিম ভট্টাচার্য, পার্থসারথি চট্টোপাধ্যায়, অপূর্ব সিনহা রায় এবং মহম্মদ শব্বর রশিদির নাম সুপারিশ করেছে ৷"
প্রস্তাবে আরও বলা হয়েছে, "হাইকোর্টের কলেজিয়াম 29 এপ্রিল সর্বসম্মতিক্রমে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য ন'জন অতিরিক্ত বিচারপতির নাম সুপারিশ করেছিল । তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস বিচারপতিদের এই সুপারিশের বিষয়ে তাঁদের মতামত জানাননি ।"
মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মতামত জানানোর জন্য নির্দিষ্ট সময়সীমা থাকে ৷ তবে এক্ষেত্রে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ও সিভি আনন্দ বোস ওই সময়সীমার মধ্যে নিজেদের মতামত জানাননি, তাই সুপ্রিম কোর্টের তরফে মেমোরেন্ডাম অফ প্রসিডিওর(এমওপি) এর অনুচ্ছেদ 14-এর সাহায্য নিয়ে মেয়াদ বৃদ্ধির জন্য বিচারপতিদের নাম সুপারিশ করা হয়েছে ৷
কী এই অনুচ্ছেদ 14 ?
এমওপি অনুসারে, যদি বিচারপতিদের নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির বিষয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানদের মতামত নির্ধারিত সময়সীমার মধ্যে না পাওয়া যায়, তবে আইন ও বিচারমন্ত্রীর তরফে মনে করা হয়, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে নতুন কিছু যোগ করার নেই ৷ ফলে সেই অনুযায়ী এই প্রস্তাব কার্যকর করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় ।
সুপ্রিম কোর্টের কলেজিয়াম বলেছে, স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগের জন্য অতিরিক্ত বিচারপতিরা উপযুক্ত কি না, তা যাচাই করার জন্য কলকাতা হাইকোর্টের বিষয়গুলির সঙ্গে পরিচিত শীর্ষ আদালতের অন্যান্য বিচারপতিদের সঙ্গে পরামর্শ করেছে তারা । সবদিক বিবেচনা করে কলেজিয়াম এই সিদ্ধান্ত নিয়েছে যে, 9 জন অতিরিক্ত বিচারপতিকে আগামী 31 অগস্ট থেকে নতুন করে এক বছর মেয়াদের জন্য নিয়োগ করা যেতে পারে ।