নয়াদিল্লি, 23 নভেম্বর: উপনির্বাচনে পরাজিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারাস্বামীর ছেলে জেডি(এস) নিখিল কুমারাস্বামী ৷ শনিবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের 48টি বিধানসভা উপ-নির্বাচন এবং দু'টি লোকসভা উপ-নির্বাচনের ফল প্রকাশিত হয় ৷ কংগ্রেস শাসিত কর্ণাটকের তিনটি কেন্দ্রেই জয় পেয়েছে কংগ্রেস ৷
এর মধ্যে চন্নাপাটনা বিধানসভা আসনে প্রার্থী হয়েছিলেন নিখিল কুমারস্বামী ৷ তাঁকে 25 হাজার 413 ভোটে পরাজিত করেছেন কংগ্রেসের সিপি যোগেশ্বারা ৷ তিনি পেয়েছেন 1 লক্ষ 12 হাজার 642টি ভোট, যা মোট ভোটের 54.33 শতাংশ ৷ এই আসনটিতেই 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন কুমারাস্বামী ৷ সেবার তিনি 96 হাজার 592 ভোট পেয়ে এই যোগেশ্বারাকেই হারিয়েছিলেন ৷ কিন্তু ছেলে নিখিল এই আসনটি ধরে রাখতে পারলেন না ৷
কোথায় কোথায় বিধানসভা উপ-নির্বাচন
এদিন অসমের পাঁচটি বিধানসভা, বিহারের চারটি; ছত্তিশগড়, গুজরাত, মেঘালয় ও উত্তরাখণ্ডের প্রতিটির একটি করে বিধানসভা, কর্ণাটকের তিনটি, কেরল ও মধ্যপ্রদেশের দু'টি করে বিধানসভা, পঞ্জাবের চারটি, রাজস্থানের সাতটি, সিকিমের দু'টি, উত্তরপ্রদেশের ন'টি এবং পশ্চিমবঙ্গের ছ'টি বিধানভায় উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা হয় ৷
অসমে বেহালি ও সামাগুরি বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে ৷ ঢাোলাইতে রাত পর্যন্ত এগিয়ে বিজেপি প্রার্থী ৷ সিডলি কেন্দ্রে ইউপিপি(এল) এবং বনগাইগাঁওতে অসম গণ পরিষদ (এজিপি) জয়ী হয়েছে ৷ বিহারের বিধানসভা উপনির্বাচনে ব্যাপক জয় পেয়েছে এনডিএ শিবির ৷ তারতারি, রামগড়, ও বিজেপি প্রার্থীই জয়ী হয়েছেন ৷ ইমামগঞ্জে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম)-র প্রার্থী এবং বেলাগঞ্জে জনতা দল (ইউনাইটেড)-এর প্রার্থী জিতেছেন ৷ ছত্তিশগড়ের রায়পুর দক্ষিণ এবং গুজরাতের ভাভ বিধানসভা কেন্দ্রেও জয় পেয়েছে বিজেপি ৷ মেঘালয়ে জয়ী হয়েছেন ন্যাশনাল পিপল'স পার্টি (এনপিপি) প্রার্থী ৷