পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুলমার্গে তুষারধসের কবলে রাশিয়ান স্কি-দল, মৃত 1; উদ্ধার 6 - রাশিয়ান স্কিয়ার মৃত

Russian skier dies in Gulmarg Massive Avalanche: জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ব্যাপক তুষারধসে মৃত্যু হল একজন রাশিয়ান স্কিয়ারের ৷ উদ্ধার করা হয়েছে ছয় জনকে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 7:52 PM IST

Updated : Feb 22, 2024, 8:59 PM IST

গুলমার্গ, 22 ফেব্রুয়ারি:জম্মু ও কাশ্মীরের গুলমার্গের স্কি ঢালে তুষারধসের কারণে বৃহস্পতিবার একজন রাশিয়ান স্কিয়ারের মৃত্যু হল ৷ স্থানীয় গাইড-সহ ছয়জনকে কোনওক্রমে উদ্ধার করা হয়েছে ।

আধিকারিকরা জানিয়েছেন, দুপুর 2টোর দিকে গুলমার্গের কংডুরি ঢালে প্রবল তুষারধসের কারণে বরফের স্তূপের নীচে বেশ কয়েকজন স্কিয়ার আটকে পড়েন । ছয় জন রাশিয়ান স্কিয়ার এবং গাইডকে উদ্ধারকারীরা বরফের স্তূপের নীচ থেকে বের করতে পেরেছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে একজন রাশিয়ান স্কিয়ারের মৃত্যু হয়েছে ৷ পুলিশ কর্মী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনের একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে ৷ আর কেউ বরফের নীচে চাপা পড়ে আছেন কি না, তার অনুসন্ধান চালানো হচ্ছে ৷

ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের চতুর্থ সংস্করণ চলাকালীন । স্থানীয় সেনা ক্যাম্পের পাশে তুষারধসে আটকে পড়েন বিদেশি স্কিয়ার এবং স্কিয়ারদের সঙ্গে থাকা একজন গাইড । তুষার ধসের পর জোরকদমে উদ্ধার অভিযান শুরু হয় । বারামুলা জেলা পুলিশ, গুলমার্গ ট্যুরিস্ট পুলিশ এবং সিভিল প্রশাসন আটকে পড়া স্কিয়ারদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চালায় । উদ্ধারে সহায়তার জন্য কর্তৃপক্ষ একটি হেলিকপ্টারকেও কাজে লাগায় ৷ স্নো স্কি রেসকিউ টিমের প্রধান মঞ্জুর আহমেদ বলেন, একজন স্কিয়ারের দেহ উদ্ধার করা হয়েছে এবং অন্য পাঁচজন স্কিয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

সরকারি মুখপাত্র জানান, "পর্যটন বিভাগের গুলমার্গ স্কি প্যাট্রল এবং পুলিশের মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টার ফলে আর্মি রিজ নামে পরিচিত গুলমার্গের উচ্চতর অঞ্চলে তুষারধসের পরে ছয় জন রাশিয়ান স্কিয়ার এবং একজন স্থানীয় গাইড সমন্বিত একটি দলকে সফলভাবে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধারকারী দলের সাহসী প্রচেষ্টা সত্ত্বেও, একজন রাশিয়ান স্কিয়ার তুষারধসের কারণে প্রাণ হারিয়েছেন ৷"

চলমান চতুর্থ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসে এই ঘটনার জন্য কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র । জম্মু ও কাশ্মীর ক্রীড়া পরিষদের সেক্রেটারি নুজহাত গুল বলেন যে, গুলমার্গে চলমান চতুর্থ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসে অংশগ্রহণকারী সমস্ত ক্রীড়াবিদ নিরাপদে আছেন । এক্স-এ পোস্ট করে তিনি লেখেন, "গুলমার্গের খিলানমার্গ এলাকায় তুষারধসে পড়ার পর সমস্ত খেলো ইন্ডিয়া অ্যাথলেটরা নিরাপদ...সমস্ত ফিক্সচার সময়সূচি অনুযায়ী চালানো হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. লাদাখে তুষারধসে নিহত এক সেনা জওয়ান, নিখোঁজ আরও কয়েকজন
  2. হেমকুণ্ডের পথে তুষারধস, পাঁচজনকে উদ্ধার
  3. বাড়িতে পৌঁছাল সিকিমে তুষারধসে মৃত সৌরভের দেহ
Last Updated : Feb 22, 2024, 8:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details