গুলমার্গ, 22 ফেব্রুয়ারি:জম্মু ও কাশ্মীরের গুলমার্গের স্কি ঢালে তুষারধসের কারণে বৃহস্পতিবার একজন রাশিয়ান স্কিয়ারের মৃত্যু হল ৷ স্থানীয় গাইড-সহ ছয়জনকে কোনওক্রমে উদ্ধার করা হয়েছে ।
আধিকারিকরা জানিয়েছেন, দুপুর 2টোর দিকে গুলমার্গের কংডুরি ঢালে প্রবল তুষারধসের কারণে বরফের স্তূপের নীচে বেশ কয়েকজন স্কিয়ার আটকে পড়েন । ছয় জন রাশিয়ান স্কিয়ার এবং গাইডকে উদ্ধারকারীরা বরফের স্তূপের নীচ থেকে বের করতে পেরেছেন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে একজন রাশিয়ান স্কিয়ারের মৃত্যু হয়েছে ৷ পুলিশ কর্মী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনের একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছে ৷ আর কেউ বরফের নীচে চাপা পড়ে আছেন কি না, তার অনুসন্ধান চালানো হচ্ছে ৷
ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের চতুর্থ সংস্করণ চলাকালীন । স্থানীয় সেনা ক্যাম্পের পাশে তুষারধসে আটকে পড়েন বিদেশি স্কিয়ার এবং স্কিয়ারদের সঙ্গে থাকা একজন গাইড । তুষার ধসের পর জোরকদমে উদ্ধার অভিযান শুরু হয় । বারামুলা জেলা পুলিশ, গুলমার্গ ট্যুরিস্ট পুলিশ এবং সিভিল প্রশাসন আটকে পড়া স্কিয়ারদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চালায় । উদ্ধারে সহায়তার জন্য কর্তৃপক্ষ একটি হেলিকপ্টারকেও কাজে লাগায় ৷ স্নো স্কি রেসকিউ টিমের প্রধান মঞ্জুর আহমেদ বলেন, একজন স্কিয়ারের দেহ উদ্ধার করা হয়েছে এবং অন্য পাঁচজন স্কিয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।