বিদার (কর্ণাটক), 16 জানুয়ারি:এটিএমে রাখার জন্য আনা 93 লক্ষ টাকা ছিনিয়ে পালাল দুষ্কৃতীরা ৷ বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালায় তারা ৷ তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ৷ গুরুতর আহত হয় অন্যজন ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বিদারের জেলা কালেক্টরেটের কাছের একটি এসবিআই এটিএমে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জানায়, লোডিং কর্মীরা সকাল সাড়ে দশটার দিকে শিবাজি চকের এটিএম কেন্দ্রে টাকা রাখতে এসেছিলেন ৷ সেই সময় এই ঘটনা ঘটে ৷ মৃত ব্যক্তির নাম গিরি ভেঙ্কটেশ ৷ তিনি টাকা লোডিং পার্টির একজন নিরাপত্তারক্ষী ছিলেন ৷ সমস্ত ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে ৷
সেখানে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা অপেক্ষায় ছিল কখন নগদ টাকা নিয়ে ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসের কর্মীরা আসবে ৷ আসা মাত্রই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ চারিদিকে তখন ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয় ৷ এক নিরাপত্তারক্ষীকে পিছিয়ে যেতে দেখা গেলেও অন্যজনকে দুষ্কৃতীদের প্রতিরোধ করার চেষ্টা করতে দেখা যায় ৷ তবে মুহূর্তের মধ্যে অপর নিরাপত্তারক্ষীও ডাকাতি প্রতিহত করতে এগিয়ে আসেন ৷ ক্যাশবক্সের পাহারাদার রাস্তায় পড়ে যেতেই দুষ্কৃতীদের একজন সেটি নিয়ে চলে যায় ৷ সেই সময় ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস গাড়ির কাছে পার্ক করা বাইক স্টার্ট করার সঙ্গে সঙ্গে বক্স নিয়ে অন্যজন ওঠার চেষ্টা করে ৷ এদিকে বিপুল পরিমাণ টাকার কারণে ভারি বক্স-সহ নীচে পড়ে যায় দুষ্কৃতী ৷ শুধু তাই নয়, বাক্স খুলে রাস্তায় টাকা পড়ে যায় ৷ তারপর তা বন্ধ করে ওই দুষ্কৃতী ৷