ETV Bharat / bharat

মত্ত অবস্থায় স্টিয়ারিং হাতে বিডিও, পিষে দিলেন তিন কিশোরীকে - ROAD ACCIDENT UTTARAKHAND

মেলা থেকে ফিরছিলেন তিন নাবালিকা ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বিডিও ৷ রাস্তায় তাদের পিষে দিলেন ওই সরকারি আধিকারিক ৷

ROAD ACCIDENT UTTARAKHAND
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2025, 4:53 PM IST

Updated : Jan 16, 2025, 5:21 PM IST

হলদোয়ানি, 16 জানুয়ারি: নৈনিতালের কোটাবাগে তিন নাবালিকাকে চারচাকা দিয়ে পিষে দিলেন বিডিও। ওই পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বাকি দু'জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ বুধবার পুলিশের তরফে জানা গিয়েছে, ওই সরকারি আধিকারিক মদ্যপ অবস্থায় ছিলেন। কারণ তাঁর শারীরিক পরীক্ষার পর এমনটাই জানতে পেরেছেন চিকিৎসকরা ৷

মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে উত্তরায়ণী মেলা থেকে ফিরছিলেন ওই তিন নাবালিকা। মৃত কিশোরীর বয়স 14, নাম মাহি বোরা ৷ অপর দুই আহত কিশোরীরা হলেন, কনক বোরা (17 বছর) ও মমতা ভাণ্ডারি (15 বছর)। তাঁরা সকলেই কোটাবাগের নাথুনগর গ্রামের বাসিন্দা। ঘটনার পরই মত্ত ওই বিডিও পালানোর চেষ্টা করেন ৷ আশপাশে থাকা লোকজনরা পুলিশে খবর দেন ৷

স্থানীয়দের চেষ্টায় আহতদের প্রথমে কোটাবাগের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করা হয় মাহি বোরাকে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ সেখানে নিয়ে গেলে ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুই কিশোরী হলদোয়ানির সাই হাসপাতালে চিকিৎসাধীন।

গতবছর 12 নভেম্বর দেরাদুনের ওএনজিসি চওকের কাছে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে ৷ ইনোভা গাড়িটিতে ছিলেন সাতজন ৷ 19-25 বছরের ওই পড়ুয়াদের মধ্যে 6 জনের মৃত্যু হয় ও একজন গুরুতর জখম হন ৷ তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করা হয় ৷ তাঁদের পথ দুর্ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ তাতে দেখা যায় ওই গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে ৷ রাস্তায় দেহ থেকে তাঁদের শরীরের অংশ ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে ৷ গাড়ির ভিতরেও দু-তিন জনের দেহ উদ্ধার করে পুলিশ ৷ জানা যায়, গভীর রাতে তাঁরা পার্টি করে বাড়ি ফিরছিলেন বলে দাবি করা হয় ৷

হলদোয়ানি, 16 জানুয়ারি: নৈনিতালের কোটাবাগে তিন নাবালিকাকে চারচাকা দিয়ে পিষে দিলেন বিডিও। ওই পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বাকি দু'জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ বুধবার পুলিশের তরফে জানা গিয়েছে, ওই সরকারি আধিকারিক মদ্যপ অবস্থায় ছিলেন। কারণ তাঁর শারীরিক পরীক্ষার পর এমনটাই জানতে পেরেছেন চিকিৎসকরা ৷

মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে উত্তরায়ণী মেলা থেকে ফিরছিলেন ওই তিন নাবালিকা। মৃত কিশোরীর বয়স 14, নাম মাহি বোরা ৷ অপর দুই আহত কিশোরীরা হলেন, কনক বোরা (17 বছর) ও মমতা ভাণ্ডারি (15 বছর)। তাঁরা সকলেই কোটাবাগের নাথুনগর গ্রামের বাসিন্দা। ঘটনার পরই মত্ত ওই বিডিও পালানোর চেষ্টা করেন ৷ আশপাশে থাকা লোকজনরা পুলিশে খবর দেন ৷

স্থানীয়দের চেষ্টায় আহতদের প্রথমে কোটাবাগের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করা হয় মাহি বোরাকে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ সেখানে নিয়ে গেলে ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুই কিশোরী হলদোয়ানির সাই হাসপাতালে চিকিৎসাধীন।

গতবছর 12 নভেম্বর দেরাদুনের ওএনজিসি চওকের কাছে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে ৷ ইনোভা গাড়িটিতে ছিলেন সাতজন ৷ 19-25 বছরের ওই পড়ুয়াদের মধ্যে 6 জনের মৃত্যু হয় ও একজন গুরুতর জখম হন ৷ তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করা হয় ৷ তাঁদের পথ দুর্ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ তাতে দেখা যায় ওই গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে ৷ রাস্তায় দেহ থেকে তাঁদের শরীরের অংশ ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে ৷ গাড়ির ভিতরেও দু-তিন জনের দেহ উদ্ধার করে পুলিশ ৷ জানা যায়, গভীর রাতে তাঁরা পার্টি করে বাড়ি ফিরছিলেন বলে দাবি করা হয় ৷

Last Updated : Jan 16, 2025, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.