পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রিজার্ভ ব্যাঙ্ক সরকারের চিয়ারলিডার নয়, মন্তব্য শক্তিকান্তের - Governor Shaktikanta Das on RBI - GOVERNOR SHAKTIKANTA DAS ON RBI

Nobody expects RBI to be cheerleader: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানালেন, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটির সঙ্গে সরকারের সম্পর্ক খুবই ভালো ৷ দু'জনের মধ্যে বোঝাপড়াও খুব ভালো ৷

RBI Governor Shaktikanta Das
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ (ছবি সৌজন্য: শক্তিকান্ত দাশের এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jul 19, 2024, 3:37 PM IST

মুম্বই, 19 জুলাই: সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে খুব ভালো বোঝাপড়া রয়েছে ৷ তাই প্যানডেমিকের পর দ্রুত দেশের অর্থনীতি চাঙ্গা করা সম্ভব হয়েছে ৷ এছাড়া তাঁর প্রায় ছ'বছর মেয়াদকালে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সরকারের সম্পর্কটা মসৃণ থেকেছে ৷ শুক্রবার মুম্বইয়ে একটি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে এই কথাগুলি বলছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ ৷

এই অনুষ্ঠানে একজন তাঁকে প্রশ্ন করেন, সম্প্রতি আরবিআই-এর এক প্রাক্তন গভর্নর তাঁর লেখা বইতে আরবিআই নিয়ে আক্ষেপ করেছেন ৷ এই প্রসঙ্গে শক্তিকান্তের অভিজ্ঞতা কী ? এর উত্তরে একদা আমলা তথা কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত জানান, তাঁর সময়ে কেউ আশা করেনি যে তিনি সরকারের জন্য চিয়ারলিডার হতে পারেন ৷ তিনি বলেন, "আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কেউ আশা করে না যে আরবিআই চিয়ারলিডার হতে পারে ৷ কারও সেই অভিজ্ঞতা নেই ৷ "

গভর্নর আশাবাদী, 2024-25 অর্থবর্ষে দেশের অর্থনীতি 7.2 শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ হবে ৷ তাছাড়া মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে সুদৃঢ় এবং সুস্পষ্ট নীতি প্রয়োজন বলে জানান শক্তিকান্ত দাশ ৷ কারণ মুদ্রাস্ফীতির হাতি ধীর গতিতে হলেও কোনও সুনির্দিষ্ট পথ ছাড়াই এগিয়ে চলেছে ৷ তিনি আরও জানান, ব্যাঙ্কগুলিকে সদাসর্বদা ব্যাঙ্কিং লেনদেনের প্রতি নজর রাখতে হবে ৷ অবৈধ অ্যাকাউন্ট চিহ্নিতকরণ এবং ডিজিটাল জালিয়াতি রুখতে আরবিআই, ব্যাঙ্ক ও আইনি সংস্থাগুলির সঙ্গে কাজ করছে ৷

এদিন আরবিআই-এর গভর্নর পরিষ্কার জানান, কেউ যেন না ভাবে যে, ব্যাঙ্কিং পদ্ধতিতে কোনও বড় সমস্যা রয়েছে ৷ দেশের ব্যাঙ্কিং পরিষেবা যথেষ্ট স্থিতিশীল রয়েছে ৷ এই মুহূর্তে কোনও সংস্থা যদি কোনও ব্যাঙ্ককে কিনতে চায় বা পৃষ্ঠপোষকতা করতে চায়, সেই প্রস্তাব নিয়ে আরবিআই-এর ভাবিত নয় ৷

ABOUT THE AUTHOR

...view details