মুম্বই, 19 জুলাই: সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে খুব ভালো বোঝাপড়া রয়েছে ৷ তাই প্যানডেমিকের পর দ্রুত দেশের অর্থনীতি চাঙ্গা করা সম্ভব হয়েছে ৷ এছাড়া তাঁর প্রায় ছ'বছর মেয়াদকালে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সরকারের সম্পর্কটা মসৃণ থেকেছে ৷ শুক্রবার মুম্বইয়ে একটি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে এই কথাগুলি বলছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ ৷
এই অনুষ্ঠানে একজন তাঁকে প্রশ্ন করেন, সম্প্রতি আরবিআই-এর এক প্রাক্তন গভর্নর তাঁর লেখা বইতে আরবিআই নিয়ে আক্ষেপ করেছেন ৷ এই প্রসঙ্গে শক্তিকান্তের অভিজ্ঞতা কী ? এর উত্তরে একদা আমলা তথা কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত জানান, তাঁর সময়ে কেউ আশা করেনি যে তিনি সরকারের জন্য চিয়ারলিডার হতে পারেন ৷ তিনি বলেন, "আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কেউ আশা করে না যে আরবিআই চিয়ারলিডার হতে পারে ৷ কারও সেই অভিজ্ঞতা নেই ৷ "