পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজই খুলছে পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার, মিলবে বহুমূল্য সম্পদের হদিশ ! - Puri Jagannath temple - PURI JAGANNATH TEMPLE

Puri Jagannath Ratna Bhandar: আজ খুলে দেওয়া হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার ৷ কী বেরোবে সেই রত্ন ভাণ্ডারের ভিতর থেকে ? বহুমূল্য রত্ন বা মানিক্য বেরোতে পারে বলে বিশ্বাস ৷ তবে যে কোনও পরিস্থিতিতে আজ তালা খোলা হবে বলেও জানিয়েছেন কমিটির চেয়ারম্যান।

Puri Jagannath Ratna Bhandar
খুলছে পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 12:24 PM IST

Updated : Jul 14, 2024, 12:36 PM IST

পুরী, 14 জুলাই: আজ রবিবার অবশেষে খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার ৷ সাড়ে চার দশকেরও বেশি সময় পর এদিন ভক্তদের সমক্ষে আনা হতে পারে শ্রীজগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার ৷ ওড়িশা সরকার পুরীর জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডার ফের খোলার তদারকির জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এক নয়া উচ্চপর্যায়ের কমিটি গঠন করে ৷ সেই কমিটির চেয়ারম্যান বিচারপতি বিশ্বনাথ রথ গত মঙ্গলবারের বৈঠকে রত্ন ভাণ্ডার খোলার দিনটি চূড়ান্ত করেছিলেন ৷

এক নজরে রত্ন ভাণ্ডারের ইতিহাস

  • গত বছর রত্নভাণ্ডারের খোলা ও সুরক্ষা নিয়ে একটি জনস্বার্থ মামলা চলছিল । সেই শুনানিতে হাইকোর্ট একটি উচ্চ-স্তরের কমিটি গঠনের নির্দেশ দেয় ।
  • 1978 সাল থেকে বন্ধ পুরীর শ্রীমন্দিরের রত্ন ভাণ্ডার ৷
  • এই রত্ন ভাণ্ডার ঘিরে ভক্তদের মনে রয়েছে প্রবল কৌতূহল ৷
  • ভক্তদের বিশ্বাস এই মন্দিরে যা রত্ন আছে, তা আর কোথাও সম্ভবত নেই ৷
  • বিশ্বাস রয়েছে, পুরীর রত্ন ভাণ্ডারে এমন সব মণিমাণিক্য আছে, যা দেখে চোখ ধাঁধিয়ে যেতে পারে ৷
  • আজই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের রত্ন ভাণ্ডার ৷
  • বিচারপতি বিশ্বনাথ রথ জানান, শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন-এর কাছে রত্ন ভাণ্ডারের চাবি চেয়েছে ৷
  • চাবি না-পেলে প্রয়োজনে তালা ভেঙে খোলা হতে পারে রত্ন ভাণ্ডার ৷
  • এই রত্ন ভাণ্ডারে থাকা অলংকার মন্দিরের একটি নির্দিষ্ট জায়গায় থাকবে ৷ সেই স্থান ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ৷
  • লোকসভা নির্বাচনের সময় বিজেপির তরফে জানানো হয়েছিল ক্ষমতায় এলে আবার খুলে দেওয়া হবে রত্ন ভাণ্ডার ৷

কবে প্রকাশ্যে জগন্নাথের রত্ন ভাণ্ডার ! জানা যাবে 9 তারিখ

এদিন কমিটির চেয়ারম্যান বিচারপতি বিশ্বনাথ রথ বলেন, "রাজ্য সরকার ইতিমধ্যে তিনটি অংশে প্রয়োজনীয় এসওপি দিয়েছে ৷ একটি হল রত্ন ভাণ্ডার খোলার জন্য, তারপরে অলঙ্কার এবং মূল্যবান জিনিসপত্র রাখার ব্যাপারেও বলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহের অভ্যন্তরের কক্ষ আজ আমরা খুলব ৷ পরে আমরা সেই অলঙ্কারগুলিকে রাখা এবং যাবতীয় পর্যবেক্ষণের ক্ষেত্রেও সিদ্ধান্ত নিয়েছি ৷ মন্দিরের পুরোহিত এবং মুক্তি মণ্ডপ-এর পরামর্শ অনুযায়ী রত্ন ভাণ্ডার খোলার সঠিক সময় হল দুপুর দেড়টা নির্ধারিত হয়েছে ৷ সম্পূর্ণ প্রক্রিয়ার দুটি সেট ভিডিয়ো রেকর্ডিংয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে ৷ দুটি সার্টিফিকেশনও থাকবে। এটি আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ 1985 সালে শেষবার খোলার পর থেকে আমরা ভিতরের অবস্থান কী তা জানি না ৷ তবে যে কোনও পরিস্থিতিতে আমরা আজ তালা খুলব।"

বৈঠকের পর কমিটির চেয়ারম্যান বিচারপতি বিশ্বনাথ রথ বলেছিলেন, "14 তারিখ সরকারকে রত্ন ভাণ্ডার খোলার প্রস্তাব দেওয়া হবে। তবে রত্নটি খুললে ভক্তের তা দেখতে ভক্তের ভিড় উপচে পড়তে পারে। তবে ভক্তরা এই কাজে পূর্ণ সহযোগিতা করবেন ৷" বিচারপতি নির্দেশ দেন, চাবি না-পাওয়া গেলেও তালা ভেঙে খোলা হবে রত্ন ভাণ্ডারে দরজা ৷ শুধুমাত্র সরকারের অনুমতি পাওয়ার অপেক্ষা ৷ আশা করছি ওড়িশা সরকার এই ব্যাপারে অনুমতি দেবে ৷"

বিচারপতি বিশ্বনাথ রথ আরও জানান, রত্ন ভাণ্ডারের নথিতে তিন ধরনের অলঙ্কারের কথা উল্লেখ করা হয়েছে । মন্দির পরিচালন কমিটির তরফে জানানো হয়েছে, রত্নগুলি কোথায় রাখা হবে সেই (কক্ষ) চূড়ান্ত করা হয়েছে। যেহেতু মন্দিরের সম্পত্তি বাইরে স্থানান্তর করা যাবে না, তাই মন্দিরের ভিতরে একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সেখানেই রাখা হবে এই সমস্ত বহুমূল্য সম্পদ।

Last Updated : Jul 14, 2024, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details