পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পোষ্য-পরিচারককে সম্পত্তির ভাগ ! খালি হাত নোয়েলের; কেন বঞ্চিত রতন টাটার ভাই ?

পোষা কুকুর-বাবুর্চি থেকে শুরু করে সহকারীকেও সম্পত্তির ভাগ দেওয়ার কথা জানিয়ে গিয়েছেন রতন টাটা ৷ যদিও তাতে নাম নেই ভাই নোয়েলের ৷ কেন ?

Ratan Tata
কেন বঞ্চিত রতন টাটার ‘সৎ ভাই’ ? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

মুম্বই, 25 অক্টোবর: সম্পদের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা ৷ ভাইবোন, গৃহ সহযোগী থেকে শুরু করে সহকারী শান্তনু নাইডু এবং জার্মান শেফার্ড টিটোও সেই সম্পত্তির অংশীদার ৷ উইল করে এমন ব্যবস্থাই করে গিয়েছেন রতন টাটা ৷ কিন্তু সেই সম্পত্তির ভাগ পাচ্ছেন না ভাই নোয়েল টাটা ৷ কেন বঞ্চিত টাটা ট্রাস্টের নয়া চেয়ারম্যান ৷

সর্বময় কর্তার উত্তরসূরি খুঁজে নিয়েছে টাটা গোষ্ঠী। টাটা ট্রাস্টের চেয়ারম্যান ভাই নোয়েল । 67 বছর বয়সি নোয়েল গত চার দশকের বেশি সময় ধরে টাটাদের নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত । এবার দাদার দায়িত্ব নিতে হবে তাঁকে ।

একটি প্রতিবেদন অনুযায়ী, রতন টাটা তাঁর উইলে পোষা কুকুর টিটোর যত্নের জন্য আলাদা ব্যবস্থা করেছেন ৷ পাশাপাশি তাঁর সহযোগী সুব্বাইয়া এবং সহকারী শান্তনু নাইডুকেও সম্পত্তির একটি অংশ বরাদ্দ করেছেন। টিটোর দেখাশোনা করবেন টাটার দীর্ঘদিনের বাবুর্চি রাজন শ ৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রতন টাটা তাঁর সম্পদ ভাই জিমি টাটা, বোন শিরিন, গৃহকর্মী এবং অন্যান্যদের দান করেছেন । যদিও উইলে নোয়েল টাটার নাম উল্লেখ করা হয়নি ৷

নোয়েল এতদিন টাটার বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলেন ৷ তিনি এখন ট্রেন্টের চেয়ারম্যান ৷ টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস এবং টাটা ইনভেসমেন্ট কর্পোরেশনেরও চেয়ারম্য়ান। পাশাপাশি টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। যদিও বহুবছর ধরে প্রচলিত খবর, রতন টাটার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয় ৷

এবার তাঁর উইল প্রকাশ্যে আসায় ফের সেই আলোচনা শুরু হয়েছে ৷ বিভিন্ন মহলের দাবি, ভাই নোয়েলের অভিজ্ঞতা নিয়ে রতন টাটা সন্দিহান ছিলেন ৷ টাটা গ্রুপের কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য তাঁকে সমর্থনও করেননি । প্রসঙ্গত, রতন টাটার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে আলিবাগের সমুদ্র সৈকতে 2,000 বর্গফুটের একটি বাংলো, মুম্বাইয়ের জুহু তারা রোডে একটি দ্বিতল বাড়ি, 350 কোটি টাকার বেশি স্থায়ী আমানত এবং টাটা সন্সের 0.83 শতাংশ শেয়ার ৷

ABOUT THE AUTHOR

...view details