হামিরপুর (উত্তরপ্রদেশ), 7 মার্চ: গণধর্ষণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত দুই মেয়ের আত্মহত্যার এক সপ্তাহের মধ্যেই আত্মঘাতী হলেন বাবা ৷ ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য শুরু হয়েছে উত্তরপ্রদেশে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ ৷
সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরের ঘাটমপুর থানা এলাকায় অবস্থিত একটি ইটভাটায় কাজ করতে গিয়েছিল দুই বোন । অভিযোগ, ভাটা শ্রমিক কলোনির একটি বাড়িতে দুই কিশোরীকে একা পেয়ে দুই যুবক প্রথমে মারধর করে ৷ তারপর গণধর্ষণ করে তার ভিডিয়ো ও ছবি নিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে ।
এই ঘটনায় মেয়েদু'টি মানসিকভাবে প্রবল আঘাত পায় ৷ তার জেরে 29 ফেব্রুয়ারি আত্মহত্যা করে তারা । এই ঘটনায় ইটভাটার মালিক রামরূপ ও তার দুই আত্মীয় রাজু ও সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ । ঘটনার পর থেকে নির্যাতিতার পরিবারকে সমঝোতার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ । এই ঘটনার 7 দিনের মাথায় 6 মার্চ বুধবার সিসোলার থানা এলাকায় আত্মঘাতী হন নির্যাতিতাদের বাবা । খবর পেয়ে পুলিশ আধিকারিক শ্রেয়াস ত্রিপাঠিও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন । এলাকাবাসীরাও এই ঘটনায় হতবাক ৷ যদিও পুলিশের অনুমান, মেয়েদের মৃত্যুর শোকেই এই দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি ৷
এ বিষয়ে সিসোলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্তের জন্য পরবর্তী কার্যক্রম শুরু করা হয়েছে । এই ঘটনায় এখনও কোনও অভিযোগ আসেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।
আরও পড়ুন :
- মা, স্ত্রী ও ছেলেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে 2 মেয়েকে নিয়ে আত্মহত্যা চিকিৎসকের
- তামিলনাড়ুতে দম্পতি ও দুই নাবালিকা সন্তানের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ