পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানার বন্যা দুর্গতদের জন্য 5 কোটি টাকা দান রামোজি গ্রুপের - Andhra Pradesh Telangana Floods - ANDHRA PRADESH TELANGANA FLOODS

EENADU RELIEF FUND: বন্যা দুর্গতদের সহায়তার জন্য, ত্রাণ তহবিল তাৎক্ষণিক উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য এগিয়ে এল রামোজি গ্রুপ, ইনাডু। বন্যা দুর্গতদের সহায়তার জন্য আন্তরিক সহায়তায়, সামাজিক দায়বদ্ধতায় 5 কোটির আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ৷

RAMOJI GROUP
অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানার বন্যা দুর্গতদের জন্য 5 কোটি টাকা দান রামোজি গ্রুপের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 10:46 PM IST

হায়দরাবাদ, 4 সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ধ্বংসাত্মক বন্যার জেরে বিপর্যস্ত ! বন্যা-বিপর্যস্ত তেলগু রাজ্যগুলির ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল রামোজি গ্রুপ ৷ বন্যা দুর্গতদের সহায়তার জন্য আন্তরিক সহায়তায়, সামাজিক দায়বদ্ধতায় রামোজি গ্রুপ, ইনাডু ত্রাণ তহবিলের মাধ্যমে 5 কোটির আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল ৷

ইনাডু ম্যানেজিং ডিরেক্টর চেরুকুরি কিরণ রাও বলেছেন, "সাম্প্রতিক আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেলগু রাজ্যগুলিতে ৷ সেখানকার বাড়ি-ঘর, জীবিকা এবং রাজ্যগুলিতে বসবাসকারী হাজার হাজার মানুষ আজ আশ্রয়, নিরাপত্তাহীন হয়ে পড়েছে । অসংখ্য পরিবার এই প্রাকৃতিক বিপর্যয়ে বাস্তুচ্যুত হয়েছে এবং দুই রাজ্যের স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ রূপে বিধ্বস্ত হয়ে পড়েছে। এই দুঃসময়ে, যখন বন্যা-বিধ্বস্ত দুই রাজ্যজুড়ে সাহায্যের জন্য দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে, তখন সামাজিক প্রাণী হিসাবে আমাদের কর্তব্য হল একত্রিত হয়ে ওই মানুষগুলির পাশে দাঁড়ানো, তাঁদের সব রকম সহায়তা করা ।"

তিনি বলেন, "বন্যা দুর্গতদের সহায়তার জন্য, ত্রাণ তহবিল তাৎক্ষণিক উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য উদ্যোগী হয়েছে ইনাডু। আমরা এটা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন সবচেয়ে মারাত্মকভাবে প্রভাবিত এলাকায় ত্রাণ পৌঁছায় ৷ শুধু সহায়তাই নয়, অন্ধকার সময়েও আশার আলো ফুটিয়ে তুলতে হবে ।"

বন্যা দুর্গতদের সহায়তার জন্য তাঁর আন্তরিক আবেদন, "এই মানবিক প্রচেষ্টায় আমাদের সঙ্গে হাত মেলাতে প্রতিটি ব্যক্তি এবং সংস্থার কাছে আন্তরিকভাবে আবেদন করছে রামোজি গ্রুপ, ইনাডু । ইনাডু ত্রাণ তহবিলে প্রত্যেকের উদার অবদান, সাহায্য অসংখ্য দুর্গতদের জীবন বাঁচাতে, বাড়িঘর পুনর্নির্মাণের জন্য এবং যাঁরা সবকিছু হারিয়েছেন, তাঁদের জন্য আশা পুনরুজ্জীবিত করতে একটি বাস্তব পরিবর্তন আনতে পারে। আসুন আমরা এই সংকটের মুহূর্তে ঐক্যবদ্ধ হই ৷ যাঁরা কষ্ট পাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়াই এবং তাঁদের মর্যাদা ও আশার সঙ্গে তাঁদের জীবন পুনর্গঠনে সহায়তা করি ।"

বন্যা দুর্গতদের সহায়তায় অর্থ নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো যেতে পারে:

ইনাডু রিলিফ ফান্ড

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

সাইফাবাদ শাখা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর: 370602010006658

IFSC Code: UBIN0537063

ABOUT THE AUTHOR

...view details