তিরুঅনন্তপুরম, 4 জুলাই: উত্তরপ্রদেশের হাথরসে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ মঙ্গলবার সেখানে এক ধর্মীয় সমাবেশে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যাবেন রাহুল গান্ধি।
মঙ্গলবার হাথরস জেলার ফুলরাই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 121 জনের ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু ৷ জানা গিয়েছে, রতিভানপুরের ফুলরাই গ্রামে 'ভোলে বাবা' নামের এক স্বঘোষিত গুরুর সৎসঙ্গ চলছিল । স্থানীয় প্রশানস সূত্রে খবর, সৎসঙ্গ শেষ হওয়ার পর সকলে একসঙ্গে গুরুর চরণ স্পর্শ করতে গিয়েই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশিরভাগ মহিলা এবং শিশুরাই মারাত্মকভাবে জখম হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পদপিষ্টের ঘটনায় বহু ভক্তের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ৷ অন্যদিকে আহতদেরও ইটা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।