শ্রীনগর, 22 অগস্ট: এক দশক পর উপত্যকায় বিধানসভা নির্বাচন ৷ তার প্রস্তুতিতে শ্রীনগরে পৌঁছলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ৷ এদিন রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল সাংবাদিকদের বলেন, "কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোটের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যত দ্রুত সম্ভব জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনা ৷ নির্বাচনের মাধ্যমে সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে গিয়েছি ৷ আশা করি, জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে ৷"
জম্মু-কাশ্মীর নিয়ে কংগ্রেসের অবস্থান সম্পর্কে রাহুল বলেন, "আমরা আমাদের ইস্তেহারে পরিষ্কার জানিয়েছি, জম্মু-কাশ্মী ও লাদাখের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার ফিরে পান ৷ আপনারা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন ৷ আমরা সেটা থেকে আপনাদের বের করে আনতে চাই ৷"
2019 সালে দ্বিতীয় এনডিএ সরকারের জমানায় জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের তকমা লোপ করা হয় ৷ 5 অগস্ট সংবিধানের 370 ধারার বিলোপ ঘটানো হয় ৷ জম্মু-কাশ্মীর ভেঙে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ গঠিত হয় ৷
এই ঘটনায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া আক্রমণ শানিয়ে বলেন, "ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বহু কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যে উন্নীত হয়েছে ৷ একটাই উদাহরণ রয়েছে, যেখানে রাজ্যের তকমা ছিনিয়ে তাকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তিরত করা হয়েছে ৷ এটা দেশের ইতিহাসের এই প্রথম ৷"
তিনি আরও বলেন, "আমরা এখানে আপনাদের বার্তা দিতে এসেছি, জম্মু-কাশ্মীরের মানুষের প্রতিনিধিত্ব এবং রাজ্যের তকমা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ আমরা গণতন্ত্র এবং মানুষের প্রতিনিধিত্বকে রক্ষা করব ৷ জম্মু-কাশ্মীরের মানুষের মন ও হৃদয় থেকে ভয় দূর করব ৷"
আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-র সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস ৷ এই প্রসঙ্গে রাহুল গান্ধি বলেন, "কংগ্রেস কর্মীদের প্রতি শ্রদ্ধা, সম্মান বজায় রেখে তবেই এই জোট হবে ৷" কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করতে তিনি বলেন, "যদি কেউ জম্মু-কাশ্মীরে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে থাকে, তাঁরা কংগ্রেস কর্মী ৷ আপনাদের কী কী করতে হয়েছে, তা আমি জানি ৷ কংগ্রেসের আদর্শের জন্য আপনাদের প্রতিদিন লড়তে হয়েছে, জীবনের ঝুঁকি নিতে হয়েছে ৷ জোট হবে, কিন্তু কংগ্রেস কর্মীদের মর্যাদার দিকে খেয়াল রেখে ৷ জোট হবে ভালোবাসা ও বন্ধুত্বের মাধ্য়মে ৷ কারণ, আপনারা কংগ্রেসের আদর্শের জন্য আপনাদের জীবন উৎসর্গ করেছেন ৷" জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন তিন দফায়- 18 ও 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর ৷ ভোটগণনা 4 অক্টোবর ৷