পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কখনও পড়েননি, মোদির কাছে সংবিধান সাদা খাতা; প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের - RAHUL GANDHI ON CONSTITUTION

লাল মলাটের সংবিধান হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে কড়া জবাব দিলেন বিরোধী দলনেতা ৷ দিন কয়েক আগে সংবিধান সঙ্গে রাখার প্রশ্নে রাহুলকে আক্রমণ করেন মোদি।

Rahul Gandhi holding his Red Coloured Constitution
লাল মলাটের সংবিধান হাতে বিরোধী দলনেতা রাহুল গান্ধি (ছবি সৌজন্য: এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 6:12 PM IST

নানদরবার (মহারাষ্ট্র), 14 নভেম্বর: তিনি সংবিধান পড়েননি। তাঁর কাছে সংবিধানের পাতাগুলি সাদা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ভাষাতেই জবাব দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতির হাতে প্রায়শই লাল মলাটের একটি পকেট সংবিধান দেখা যায় ৷ দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারেও এই লাল রঙের সংবিধান হাতে নিয়েই বক্তৃতা দিচ্ছেন তিনি ৷ তা নিয়েই তাঁকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। এবার তাঁর জবাব দিলেন রাহুল।

"রাহুল গান্ধির হাতে ধরা এই সংবিধানের পাতাগুলি সাদা এবং তাতে কিছুই লেখা নেই।" দিন কয়েক আগে এভাবেই রাজীব-তনয়কে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ গত 10 নভেম্বর মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বলেন, "ওরা (কংগ্রেস) সংবিধানের নামে একটা লাল বই দেখাচ্ছে ৷ প্রচ্ছদে লেখা 'ভারতের সংবিধান' কিন্তু বইয়ের পাতাগুলি সাদা, কিছুই লেখা নেই ৷ ওরা বাবাসাহেবকে কতটা ঘৃণা করে সেটা এখান থেকেই বোঝা যায় ৷"

এর জবাবে এদিন মহারাষ্ট্রের নানদরবারে একটি জনসভা থেকে রাহুল গান্ধি বলেন, "লাল রঙের সংবিধানটি নিয়ে বিজেপির আপত্তি রয়েছে ৷ আমাদের কাছে রংটা কোনও বিষয় নয় ৷ আমরা সংবিধান সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ ৷" প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল আরও বলেন, "সংবিধানের ভিতরে কী লেখা আছে, সে বিষয়ে তাঁর (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) কোনও ধারণাই নেই ৷ তাই তিনি বলেন যে বইটা সাদা, কিছু নেই ৷ রাহুল গান্ধি শুধু একটা লাল বই দেখান ৷ বইয়ের রংটা নয়, আমাদের কাছে ভিতরে কী লেখা আছে সেটা গুরুত্বপূর্ণ ৷ এখানে যা বলা আছে, তার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত ৷"

গত 9 নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে লাল রঙের সংবিধানের বিষয়টি তুলে ধরেন ৷ তিনি বলেন, "দু'দিন আগে রাহুল গান্ধির কীর্তি ফাঁস হয়ে গিয়েছে ৷ কেউ একজন তাঁর (রাহুল গান্ধি) ওই লাল রঙের সংবিধানের কপি হাতে পেয়েছিলেন ৷ তখন দেখা গিয়েছিল বইটির পাতাগুলি সাদা ৷" পাশাপাশি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ রাহুলকে 'শহুরে নকশাল এবং নৈরাজ্যবাদী' বলে আক্রমণ করেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details