নয়াদিল্লি, 1 অক্টোবর:সাংবিধানিক অধিকারের দাবিতে হওয়া পদযাত্রা আটকাল পুলিশ ৷ সোমবার গভীর রাতে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং তাঁর সহযাত্রীদের দিল্লি সীমানায় আটক করে থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ ৷ এই ঘটনার তীব্র নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷
সোশাল মিডিয়ায় রাহুল লেখেন, "সোনম ওয়াংচুকজি এবং একশোরও বেশি লাদাখবাসী শান্তিপূর্ণ মিছিল করছিলেন ৷ পরিবেশের সুরক্ষা এবং সাংবিধানিক অধিকারের দাবিতে তাঁদের এই মিছিল ৷ এটা গ্রহণযোগ্য নয় ৷" কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে সংবিধানের ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করা হোক ৷ এই দাবিতে পদযাত্রা করে দিল্লি পৌঁছয় প্রায় 120 জন লাদাখবাসী ৷ এই 'দিল্লি চলো পদযাত্রা'র নেতৃত্বে ছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক ৷ কিন্তু তাঁদের এই পদযাত্রা রুখে দেয় পুলিশ ৷ ওয়াংচুক-সহ বাকিদের দিল্লির বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় ৷
এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল, "মোদিজি, কৃষকদের সঙ্গে যেমন হয়েছিল, তেমনই এই চক্রব্যূহটিও ভাঙবে ৷ আর তার সঙ্গে আপনার অহংকারও ৷ লাদাখের কথা আপনাকে শুনতে হবে ৷"
আটক হওয়ার কিছু আগেই সোনম ওয়াংচুক ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁদের পথ রুখে দাঁড়িয়েছে পুলিশ ৷ তিনি ইনস্টাগ্রামে দিল্লি সীমানার একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে দেখা যাচ্ছে সমাজকর্মী ওয়াংচুক পুলিশের সঙ্গে কথা বলছেন ৷
তিনি জানান, দিল্লি এবং হরিয়ানা পুলিশের একাধিক গাড়ি তাঁদের গাড়ির সঙ্গে যাচ্ছিল ৷ প্রথমে তাঁরা ভেবেছিলেন, পুলিশের গাড়িগুলি হয়তো তাঁদের বাসটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে ৷ কিন্তু রাজধানীর সীমানায় পৌঁছনোর পরপরই তাঁদের কাছে আটক করার বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷ লাদাখের সমাজকর্মী বলেন, "আমরা দিল্লি সীমানায় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারি যে আমাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না ৷ পুলিশের হাতে আমরা আটক ৷ "
সোনম জানান, দিল্লি সীমানায় তাঁদের পথ রুখতে প্রায় 1 হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল ৷ দিল্লির লাদাখ ভবনেও বিশাল সংখ্যায় নিরাপত্তাবাহিনী ছিল ৷ এছাড়া দিল্লির যে অঞ্চলগুলিতে লাদাখের পড়ুয়ারা বসবাস করেন, সেখানেও পুলিশে ছয়লাপ ৷ তিনি বলেন, "মনে হচ্ছে যে, তারা চায় না যে এই পদযাত্রা হোক ৷"
কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে সংবিধানের ষষ্ঠ তপশিলের আওতায় আনার দাবিতে এই মিছিল ৷ গত চার বছর ধরে এই দাবিতে বিক্ষোভ আন্দোলন করছে লাদাখবাসীরা ৷ এই পদযাত্রার আয়োজক লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ৷ সাংবিধানিক দাবি ছাড়া লাদাখে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, লেহ ও কার্গিল জেলার জন্য পৃথক লোকসভা আসনের দাবিও তুলেছে তারা ৷ সোমবারই দিল্লি পুলিশ মধ্য় দিল্লি এবং সীমানায় পাঁচজন বা তাঁর বেশি জমায়েত, ব্যানার, প্ল্যাকার্ড, অস্ত্র, প্রতিবাদ-বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ আগামী 6 দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গিয়েছ ৷