প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন সম্মান প্রদান করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লি, 31 মার্চ:প্রবীণ নেতার বাড়ি গিয়ে তাঁর হাতে ভারত রত্ন সম্মান তুলে দিলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শনিবার মরণোত্তর ভারতরত্ন সম্মাননা প্রদান অনুষ্ঠান হয় রাষ্ট্রপতি ভবনে ৷ এরপর রবিবারই সকালে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় সভাপতি লালকৃষ্ণ আদবানির বাড়ি গিয়ে তাঁকে ভারতরত্ন সম্মাননা প্রদান করা হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷
1927 সালের 8 নভেম্বর বর্তমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন আদবানি ৷ 1942 সালে স্বয়ংসেবক হিসেবে আরএসএসে যোগদান করেন তিনি । 1958 সাল থেকে 1963 পর্যন্ত দিল্লি রাজ্য জনসংঘের সম্পাদক ছিলেন লালকৃষ্ণ ৷ 1970 সালে তিনি রাজ্যসভার সাংসদ হন । মার্চ 1977 থেকে জুলাই 1979 সাল পর্যন্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলে লালকৃষ্ণ আদবানি ৷
1980 থেকে 1986 সাল পর্যন্ত বিজেপির সাধারণ সম্পাদকের পদে ছিলেন প্রবীণ নেতা ৷ 1986 সালের মে মাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সভাপতি হন তিনি ৷ 1998 সাল থেকে 2004 পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে গঠিত প্রথম এনডিএ সরকারের আমলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ এরপর 2002 সাল 2004 সাল পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর সরকারে উপ-প্রধানমন্ত্রী হন তিনি ৷
আদবানির কর্মজীবনের অনেক উল্লেখযোগ্য মুহূর্তগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল 1990-এর দশক ৷ যখন তিনি রাম জন্মভূমি আন্দোলনের মুখ হিসেবে সামনে আসেন ৷ 1990 সালের 25 সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রাম রথযাত্রা গুজরাতের সোমনাথ থেকে শুরু হয় ৷ 10 হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে 30 অক্টোবর অযোধ্যায় শেষ হওয়ার কথা ছিল ওই যাত্রা । এর উদ্দেশ্য ছিল রামমন্দির নির্মাণের প্রচারে সমর্থন আদায় করা ।
আরও পড়ুন:
- আরএসএসের স্বয়ংসেবক থেকে ভারতের উপ-প্রধানমন্ত্রী, একনজরে ‘ভারতরত্ন’ লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক জীবন
- রাম মন্দির আন্দোলনের নেতৃত্বে থাকা আদবানিই উদ্বোধনে থাকছেন না