পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাতে তৈরি স্কার্ফ উপহার দিলেই বিয়ে! প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে নজর কাড়ছে আদিবাসী সম্প্রদায়ের শিল্প -সংস্কৃতি - DONGRIA KONDHS AND KAPDAGANDA

ওড়িশার নিয়ামগিরি পাহাড়ের প্রত্যন্ত গ্রামে বাস করে ডোংরিয়া কোন্দ সম্প্রদায় ৷ গ্রামে গ্রামে মহিলারা কাপডাগান্দা শাল ও স্কার্ফ বোনেন ৷ এখন তাঁদের অস্তিত্ব বিপন্ন ৷

DONGRIA KONDHS AND KAPDAGANDA
ডোংরিয়া কোন্দ আদিবাসী ও তাঁদের কাপডাগান্দা শিল্প (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2025, 8:41 PM IST

হায়দরাবাদ, 11 জানুয়ারি: তেলমাখা চুলগুলি পরিপাটি করে বাঁধা ৷ আদিবাসীদের নিজস্ব ধরনে ৷ চুলের সামনের দিকে ক্লিপ দেওয়া ৷ চুলে ফুল, গলায় রঙিন মালা, পরনে রংবেরঙের পোশাক আর কাপডাগান্দা ৷ ওড়িশার ভুবনেশ্বরে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের একটি স্টলে দেখা মিলল চারজন কাপডাগান্দা স্রষ্টার- চার ডোংরিয়া কোন্দ মহিলার ৷ তাঁরা ওড়িশার রায়াগাড়া জেলার নিয়ামগিরি পাহাড়ের বাসিন্দা ৷ সেখান থেকে তাঁরা এই স্টলে এসেছেন তাঁদের কাপডাগান্দা শিল্পকে সবার সামনে তুলে ধরতে ৷

কাপডাগান্দা কী ?

হাতে বোনা সুতো দিয়ে তৈরি হয় কাপডাগান্দা শাল, স্কার্ফ ৷ বর্তমানে এই শিল্প ধুঁকছে ৷ সঙ্কটে শিল্পের সঙ্গে যুক্ত ডোংরিয়া কোন্দ আদিবাসীরাও ৷ কিন্তু নিজেদের শিল্পকে বিদেশিদের সামনে তুলে ধরতে তাঁরা অনেকটা পথ পেরিয়ে এই প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে এসেছেন ৷ সেখানে তাঁদের সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি ভবানী শঙ্কর দাস ৷ চারজন ডোংরিয়া কোন্দ মহিলার মধ্যে অন্যতম চুকি ওয়ারডাকা ৷ সম্প্রতি তিনি আমেরিকায় একটি প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ পান এবং সেখান থেকে ঘুরে এসেছেন ৷

ডোংরিয়া কোন্দ আদিবাসী ও তাঁদের কাপডাগান্দা শিল্প (ইটিভি ভারত)

20 বছরের চুকি খাজুরি গ্রামের বাসিন্দা ৷ তিনি চারিতিকোনা স্কুল থেকে মাধ্যমিক স্তরের পড়াশোনা করেছেন ৷ স্বপ্ন ছিল, দাদার মতো তিনিও উচ্চস্তরের লেখাপড়ার পাঠ শেষ করবেন ৷ তা আর হয়নি ৷ বাবা ও দাদার অকালমৃত্যুতে হঠাৎ সবকিছু গোলমাল হয়ে যায় ৷ মায়ের সঙ্গে চুকিকেও সংসার সামলানোর দায়িত্ব নিতে হয় ৷ চাষবাসে মন দেন তিনি ৷ সব ডোংরিয়া কোন্দরাই কাপডাগান্দা বুনতে জানেন ৷ তাই চাষবাসের পাশাপাশি চুকিও তা শিখতে শুরু করেন ৷ চুকি বলেন, "আমি মা ও ঠাকুমার থেকে এই কাজের সব কৌশলগুলো শিখে নিয়েছি ৷ এখন নিজে নিজেই একটা গোটা শাল বুনতে পারি ৷"

অন্য তিনজনের মধ্যে আছেন 35 বছরের কুমরাদি পুসিকা ৷ নাবালিকা অবস্থাতেই তাঁর বিয়ে হয়ে যায় ৷ এখন তিনি তাঁর চার সন্তানের জননী ৷ কুমরাদির স্বামী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন ৷ তিনি আরেকজন মহিলাকে বিবাহ করেছেন ৷ এই অবস্থায় কুমরাদি আর কোনও উপায় না পেয়ে বাবার কাছেই ফিরে আসেন ৷ পরিবারের আয় বৃদ্ধি করতে ভাইয়ের সঙ্গে তিনি কাপডাগান্দা বুনতে শুরু করেন ৷

আরেক শিল্পী পুলমা ৷ বড়দিদির বিয়ে হয়ে যাওয়ার পর 25 বছর বয়সি পুলমা বাধ্য হয়ে তাঁর আত্মীয়দের সঙ্গে থাকতে শুরু করেন ৷ মিনজিলি ওয়ারডাকার বয়সও খুব বেশি নয় ৷ কিন্তু প্রত্যেক আদিবাসী পরিবারের রীতি অনুযায়ী মিনজিলিও স্কুলে না গিয়ে কাপডাগান্দা বুনতে শুরু করে ৷

কাপডাগান্দা শাল বা স্কার্ফ আদিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ, বিশেষত ডোংরিয়াদের কাছে ৷ আদিবাসীদের তরুণ-তরুণীদের ধানগাড়া, ধানগাড়ি বলে সম্বোধন করা হয় ৷ অতীতে এই রংবেরঙের সুতোয় বোনা কাপডাগান্দা বুনতেন অবিবাহিত মহিলারা ৷ কোনও মেয়ে তাঁর হাতে বোনা কাপডাগান্দা স্কার্ফ কোনও ছেলেকে দিলে, তিনি তাঁর জীবনসঙ্গী হতেন ৷ সময় বদলেছে ৷ ঐতিহ্যের ধারাও পথ পরিবর্তন করেছে ৷ আধুনিক হয়েছে ৷ এখন মহিলা, পুরুষ নির্বিশেষ সবাই এই কাপডাগান্দা শাল বা স্কার্ফ পরেন ৷ বিয়ে বা অন্য যে কোনও অনুষ্ঠানেই পরনে এই কাপডাগান্দা দেখা যায় ৷ সাদা রঙের উপর এই নানা রঙের বুনোটে এই শাল বোনা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details