মহাবলিপুরম (তামিলনাড়ু), 26 ফেব্রুয়ারি:বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগমের (টিভিকে) বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ৷ বাংলা-সহ একাধিক রাজ্যের ভোটে ‘খেল’ দেখানো পিকে’র প্রতিশ্রুতি, তামিলনাড়ুতে জনপ্রিয়তার দিক থেকে মহেন্দ্র সিং ধোনিকেও ছাড়িয়ে যাবেন তিনি ।
বুধবার টিভিকে’র একটি অনুষ্ঠানে অভিনেতা বিজয়ের পাশে বসে পিকে দাবি করেন, ধোনি হলেন ‘একমাত্র বিহারী’ যিনি তামিলনাড়ুতে তাঁর থেকেও বেশি জনপ্রিয়। তিনি বলেন, ‘‘ধোনি হলেন একমাত্র বিহারী যিনি তামিলনাড়ুতে আমার চেয়েও বেশি জনপ্রিয় ৷ কিন্তু ভুল করবেন না, পরের বছর যখন আমি নির্বাচনে অবদান রাখব এবং আপনাদের জয়লাভ করতে সাহায্য করব, তখন আমি জনপ্রিয়তার দিক থেকে ধোনিকেও টপকে যাব ৷’’
ফেব্রুয়ারির শুরুতেই পিকে ঘোষণা করেছিলেন, তিনি বিজয় এবং টিভিকে’র ‘বিশেষ উপদেষ্টা’ হিসেবে কাজ করবেন । তিনি বলেন, ‘‘যদি আমি আগামী বছর টিভিকে’কে জিতিয়ে দিই, তাহলে কে বেশি জনপ্রিয় হবে ? আমার বন্ধু ‘বিহারী’ ধোনি, যিনি প্রতিবার চেন্নাই সুপার কিংসকে জিতিয়ে দেন, নাকি আমি ? তাই আমাকে ধোনির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে । আমি আপনাদের নেতার (বিজয়) নেতৃত্বে টিভিকে’কে জিতিয়ে দেব । সেই কারণেই আমি এখানে ৷’’
এদিন ইংরেজিতে ভাষণ দিলেও পিকে’র প্রতিশ্রুতি, পরের বছর টিভিকে জিতলে ধন্যবাদ ভাষণ দেওয়ার জন্য তামিল শিখবেন । পিকে বলেন, ‘‘আমি তামিল বলতে পারি না ৷ কিছুটা বুঝতে পারি মাত্র। কথা দিচ্ছি টিভিকে জিতলে আমি এখানে ধন্যবাদ ভাষণ দিতে আসব, তখন তা তামিল ভাষায় দেব। ভারতের প্রতিটি রাজ্যের নিজস্ব সমস্যা রয়েছে ৷ প্রত্যেকের ইতিহাসও গর্বের। তবে সম্প্রতি ভারতকে গুজরাত মডেলই সেরা মডেল বলে বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে । আমি মনে করি দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং রাজবংশ ছাড়া তামিলনাড়ুর উন্নয়নের মডেল অন্যান্য সমস্ত রাজ্যের জন্য অনুসরণ করার মতো মডেল ৷’’