নয়াদিল্লি, 29 ডিসেম্বর: ফের বিস্ফোরক শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ রবিবার প্রণব-কন্যার অভিযোগ, কংগ্রেসে ক্ষয় শুরু হয়েছে ৷ দলের ‘দুঃখজনক অবস্থা’ সম্পর্কে গুরুতর আত্মদর্শনের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি । একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি এবং শীর্ষ নেতাদের মধ্যে আদর্শের অভাবের কারণে পুরনো কংগ্রেস কর্মীরা আজ দল থেকে বিচ্ছিন্ন বোধ করছেন ।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যের দিনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন শর্মিষ্ঠা ৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের মৃত্যুর পর কংগ্রেস তাঁকে যথাযথ সম্মান জানায়নি বলে দাবি করেছিলেন প্রণব-কন্যা ৷ শনিবার তিনি স্পষ্টতই জানান, তাঁর বাবার মৃত্যুর সময় আনুষ্ঠানিকভাবে শোক জানাতে কংগ্রেস কোনও ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেনি ৷ তখন তাঁর যথেষ্টই খারাপ লেগেছিল বলেও জানান শর্মিষ্ঠা। সেই ঝাঁঝের রেশ রয়েছে রবিবারের বক্তব্যেও ৷
নিগমবোধ ঘাটে শেষকৃত্য হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ৷ সেদিনই শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় বলেন, "বাবা যখন মারা গেলেন তখন আমি সক্রিয় রাজনীতিতে ছিলাম। কংগ্রেসের অংশ হিসেবে আমি হতবাক হয়েছিলাম । কোনও আনুষ্ঠানিক ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়নি ৷ আমার ধারণা, কোনও শোকপ্রস্তাব পাশ হয়নি কংগ্রেসের সম্মেলনে ৷ সোনিয়া গান্ধি ব্যক্তিগতভাবে আমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতির আগে তিনি (প্রণব মুখোপাধ্যায়) 45 বছর ধরে সিডব্লিউসি-র সঙ্গে যুক্ত ছিলেন ৷"