পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এক্স হ্যান্ডেলে নতুন ফিচার, পোস্ট করা যাবে পুরো সিনেমা থেকে পড়কাস্ট - AI Audiences Feature on x

New Feature on X: এবার এক্স হ্যান্ডলেও পোস্ট করা যাবে সিনেমা ৷ না কোনও ছোট কিপ্লিং নয় ৷ সম্পূর্ণ সিনেমা থেকে শুরু করে পডকাস্ট সবই পোস্ট করা যাবে এক্স হ্যান্ডেলে ৷

New Feature on X
এক্স হ্যান্ডেলে আসছে নতুন ফিচার (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 5:26 PM IST

নয়াদিল্লি, 10 মে:আবারও নয়া চমক এক্স হ্যান্ডেলে ৷ দেখা যাবে সিনেমা থেকে শুরু করে যেকোনও ওয়েব সিরিজ ৷ তাও আবার পুরোটা ৷ তবে আপাতত এই সুবিধা সেই সমস্ত এক্স ব্যবহারকারীরা পাবেন যাঁরা টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়েছেন ৷ নিজেদের পডকাস্ট চ্যানেলের ভিডিয়ো পোস্ট করে টাকাও আয় করতে পারবেন সেখান থেকে ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন, টেসলা ও স্পেস এক্স-এর সিইও ইলন মাস্ক ৷

সম্প্রতি ইলন মাস্কের বোন টোসকা মাস্ক ৷ যিনি নিজেও একটি প্যাসনফ্লিক্স (Passionflix) স্ট্রিমিং কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ৷ তাঁর বোনের একটি পোস্টের উত্তরে এক্সের নতুন চমকের কথা ঘোষণা করছেন ইলন মাস্ক ৷ সেই পোস্টের উত্তরে মাক্স জনান, টুইটার ব্যবহারকারীদের সংশ্লিষ্ট সোশাল মিডিয়া হ্যান্ডেলে পুরো সিনেমা পোস্ট করতে পারবেন ৷ এক্সে পডকাস্ট করে টাকা আয় করতে পারবেন ৷

মাস্কের এই পোস্টের পরই তাঁর বোন পোস্ট করেন, মানুষজন তাঁর সিনেমা দেখতেও লোকজন বেশ পছন্দ করেন ৷ এরপরই সোশাল মিডিয়ায় এক নেটাগরিক পোস্ট করেন, নির্দিষ্ট ও এককলীন কিছু টাকার বিনিময়ে এক্স হ্যান্ডেলে নেটাগরিকদের সিনেমা পোস্ট করার সুযোগ দেওয়া দরকার ৷ যাতে মানুষজন এক্স-এর সাবসস্ক্রিপশন না নিয়েও, সহজেই পছন্দের সিনেমা কিনতে পারেন ৷ এটি একটি সিনেমা কেনার জন্য বিশ্বাসয়োগ্য প্ল্যাটফর্ম হতে পারে ৷

এরপরই ইলন মাস্ক পোস্ট করেন, তবে এক্স-এ মতো সাইটে ভিডিয়ো পোস্ট করার জন্য় সেটি ভালো করে খতিয়ে দেখা প্রয়োজন ৷ শিঘ্রই এক্স হ্যান্ড্লে কৃত্রিম বুদ্ধিমত্তার দর্শক (AI Audiences) মতো ফিচার যুক্ত হবে ৷ তিনি আরও উল্লেখ করেন, এক্স হ্যান্ডেলে কি ধরনের বিজ্ঞাপন দিতে চান ব্যবহারকারীরা সেটাও সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন ইলন মাস্ক ৷

আরও পড়ুন:

  1. পাত্র ইঞ্জিনিয়ার, পাত্রী রোবট; অভিনব বিয়ে দেখবে মরুরাজ্য
  2. ভারতপে ওয়ান: ভারতে প্রথম এক ডিভাইসে সব ধরনের পেমেন্ট ব্যবস্থা চালু হল
  3. বিশ্ব ধরিত্রী দিবস! বসুন্ধরার অপরূপ দৃশ্য তুলে ধরল গুগল-ডুডল

ABOUT THE AUTHOR

...view details