লখনউ, 24 মে:নিছক খেলার ছলে বোমা রাখার ই-মেইল পাঠিয়েছিল নাবালক পড়ুয়ারা ৷ চলতি মাসের 13 তারিখ উত্তরপ্রদেশের লখনউয়ে একটি স্কুলে ভুয়ো বোমাতঙ্কের ই-মেইল আসে ৷ সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ যদিও কোথাও কোনও বোমা পাওয়া যায়নি ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে কয়েকজন স্কুল পড়ুয়া এই কাণ্ড ঘটিয়েছে ৷ তারা চ্যাট করতে করতে একেবারে খেলার ছলে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে ৷ তবে দিল্লির বোমাতঙ্কের ঘটনায় কোনও যোগাযোগ নেই এই পড়ুয়াদের ৷
লখনউ পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেরর স্কোয়াড (এটিএস) একটি মামলা করে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু করে ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ), তেজ স্বরূপ সিং ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "10-11 বছর বয়সি স্কুল পড়ুয়াদের জন্য একটি অনলাইন গেমিং সেশন চলছিল ৷ সেই সময় বেশ কয়েকজন চ্যাট করছিল ৷ তারা অনিচ্ছাকৃতক ভাবে উত্তরপ্রদেশের একটি বেসকারি স্কুলে বোমা রাখা আছে জানিয়ে ই-মেইল পাঠায় ৷ যদিও সেটি ভুয়ো ৷ ঘটনার তদন্তে নেমেই পুলিশ জানতে পারে আইডিটি লখনউয়ের একটি গেমিং প্ল্যাটফর্মের ৷" তদন্তে আরও জানা যায়, স্কুল পড়ুয়ারা মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার বাসিন্দা ৷ তারা নির্দোষ ৷ তবে তাদের পরিচয় গোপান রাখা হয়েছে ৷
আরও পড়ুন:রাসায়নিক কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 8