জালাউন, 4 মার্চ:নৃশংস হত্যাকাণ্ডে খুনিকে পুলিশ এনকাউন্টারে খতম করেছিল ৷ মৃত সেই দুষ্কৃতীর কন্যাদানও করল পুলিশ ৷ ধূমধাম করে বিয়ের আয়োজনে কোনও খামতি ছিল না ৷ এলাহি খাওয়া-দাওয়া থেকে শুরু করে উপচে পড়া উপহার ৷ সব ব্যবস্থাই ছিল ৷ পুলিশই যেন এই বিয়ের 'কন্যাদায়গ্রস্ত' পিতা ৷ শনিবার উত্তরপ্রদেশের জালাউনে এই বিয়ে সম্পন্ন হয়েছে ৷
গত বছর পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় রমেশ রাইকওয়ারের ৷ কোতোয়ালি এলাকায় দায়িত্বরত ছিলেন কনস্টেবল ভেদজিৎ সিং । 2023 সালের 10 মে হাইওয়ে পোস্টের কাছে তাঁকে নৃশংসভাবে শিরশ্ছেদ করে হত্যা করা হয় । এই খুনের চার দিন পর পুলিশ ঘটনার প্রধান অভিযুক্ত রমেশ রাইকওয়ার এবং কাল্লু আহিরওয়ারকে এনকাউন্টারে খতম করে । এরপর এনকাউন্টারে নিহত খুনি রমেশ রাইকওয়ারের দুই মেয়ে ও এক ছেলের লালন-পালন-সহ যাবতীয় দায়িত্ব নেয় জালাউন পুলিশ । শনিবার রাতে রমেশ রাইকওয়ারের বড় মেয়ে শিবাঙ্গী রাইয়ের ধূমধাম করে বিয়ে দিয়েছে পুলিশ ৷
বাপ-মরা মেয়ের বিয়েতে পুলিশ কোনও খামতি রাখেনি ৷ ঝাঁসি জেলার মাস থানা এলাকার মাগরাউড়া গ্রামের বাসিন্দা মালখানের ছেলে মনু রাইকওয়ারের সঙ্গে রমেশের মেয়ের বিয়ে হয় । এনকাউন্টার করা দলের প্রধান গির্জা শঙ্কর ত্রিপাঠী, কোতোয়াল শিব কুমার রাঠোর, কনস্টেবল অমিত দুবে বরযাত্রীকে স্বাগত জানান ৷ সবার খাওয়া-দাওয়ার যাবতীয় ব্যবস্থা নিজে হাতে তদারকি করেন তাঁরা ৷