নয়াদিল্লি, 10 জুন: 'পিএমও জনতার কার্যালয় হওয়া উচিত, মোদির নয়' ৷সোমবারপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তাঁর কার্যালয় অর্থাৎ পিএমও একটি 'অনুঘটক এজেন্ট' হয়ে উঠেছে ৷ যা সিস্টেমে নতুন শক্তি এবং গতিশীলতা জোগাবে বলেও দাবি করেছেন মোদি ৷ পাশাপাশি 10 বছর আগে এই কার্যালয়টিকে একটি বড় শক্তিকেন্দ্র হিসাবে দেখা হত বলেও মনে করেন প্রধানমন্ত্রী ৷
তৃতীয় মেয়াদের কার্যকাল শুরু করার পরে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মীদের উদ্দেশে বার্তা দেন নরেন্দ্র মোদি ৷ সেই বক্তব্যেই প্রধানমন্ত্রী মোদি জানান, তাঁর একমাত্র এবং প্রথম লক্ষ্য দেশ এবং তাঁর একমাত্র প্রেরণা বিকশিত ভারত ৷ একই সঙ্গে এই বিষয়টি পিএমও-র কর্মীদের কাছ থেকেও যে তিনি প্রত্যাশা করেন তাও স্পষ্ট করেছেন মোদি ৷
এদিন মোদি বলেন, "আমার প্রতিটি মুহূর্ত দেশের জন্য ৷" সেই সঙ্গে, তিনি 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য অর্জনের জন্য চব্বিশ ঘন্টা কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। মোদি আরও বলেন, "পিএমও পরিষেবার জন্য হওয়া উচিত এবং এটি জনগণের প্রধানমন্ত্রীর কার্যালয় হওয়া উচিত মোদির নয় ৷" প্রধানমন্ত্রী জানান, তিনি শাসন করার জন্য জন্মগ্রহণ করেননি, এমনকী তিনি ক্ষমতা কুক্ষিগত করার কথাও ভাবেন না।
প্রধানমন্ত্রীর কথায়, দেশের 140 কোটি মানুষ সর্বদা তাঁর মনের মধ্যেই থাকেন ৷ তিনি তাদের ঈশ্বরের রূপ বলেও মনে করেন। গত তিন মাসে, মোদি, নির্বাচনী প্রচারের একটি আপাত রেফারেন্সে জানান, তিনি একটি নতুন সংকল্পের জন্য তাদের শক্তি, উৎসর্গ এবং শক্তি প্রত্যক্ষ করেছেন। সেই কারণেই জনগণ তাঁকে আবারও দেশের সেবা করার সুযোগ দিয়েছে বলে দাবি মোদির ৷ প্রধানমন্ত্রী বলেন, "আমরা পিএমও-কে একটি অনুঘটক এজেন্ট হিসাবে বিকশিত করার চেষ্টা করেছি যা নতুন শক্তি এবং অনুপ্রেরণার উৎসস হয়ে উঠবে ৷ পুরো জাতির এই দলের উপর আস্থা আছে ৷"
প্রধানমন্ত্রী জানান, তিনি জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এবং গত 10 বছরে করা কাজগুলিকে ছাড়িয়ে দেওয়ার সময় তাঁর দলকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক লঙ্ঘন করার আহ্বান জানান ৷ মোদির কথায়, "আমাদের অবশ্যই জাতিকে সেই উচ্চতায় নিয়ে যেতে হবে যা অন্য কোনও জাতি কখনও অর্জন করতে পারেনি ৷" (পিটিআই)