নয়াদিল্লি, 6 নভেম্বর: বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত মোদির মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পে (PM Vidyalaxmi Scheme) অনুমোদন মিলেছে। এই প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য 7.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে 75 শতাংশ ক্রেডিট গ্যারান্টি দেবে কেন্দ্রীয় সরকার।
এই প্রকল্প সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, পিএম বিদ্যালক্ষ্মী যোজনার সুবিধা শিক্ষা ঋণের ক্ষেত্রে পাওয়া যাবে। দরিদ্র পড়ুয়াদের শিক্ষার জন্য ব্যাঙ্ক থেকে সাশ্রয়ী মূল্যে 10 লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ নেওয়া যেতে পারে। মেধাবী ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ব্যাঙ্ক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবে। এই প্রকল্পের প্রভাবে, অর্থের অভাবে পড়ুয়াদের উচ্চশিক্ষায় কোনও বাধা থাকবে না।
8 লক্ষ টাকা বার্ষিক আয়ের পরিবারের মেধাবী সন্তানদেরও 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণে সুদের উপর 3 শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও, 4.5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক পরিবারের পড়ুয়ারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পের আওতায় সুদের উপর সম্পূর্ণ ভর্তুকি পাচ্ছে।