পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পে মিলল কেন্দ্রের অনুমোদন, উপকৃত হবে 22 লাখ পড়ুয়া

এই প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য 7.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে 75 শতাংশ ক্রেডিট গ্যারান্টি দেবে কেন্দ্রীয় সরকার। কারা পাবেন এই সুবিধা ?

PM-Vidyalaxmi Scheme
প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প (ইটিভি ভারত)

By PTI

Published : 4 hours ago

নয়াদিল্লি, 6 নভেম্বর: বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত মোদির মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পে (PM Vidyalaxmi Scheme) অনুমোদন মিলেছে। এই প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য 7.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে 75 শতাংশ ক্রেডিট গ্যারান্টি দেবে কেন্দ্রীয় সরকার।

এই প্রকল্প সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, পিএম বিদ্যালক্ষ্মী যোজনার সুবিধা শিক্ষা ঋণের ক্ষেত্রে পাওয়া যাবে। দরিদ্র পড়ুয়াদের শিক্ষার জন্য ব্যাঙ্ক থেকে সাশ্রয়ী মূল্যে 10 লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ নেওয়া যেতে পারে। মেধাবী ছেলেমেয়েরা পড়াশোনার জন্য ব্যাঙ্ক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবে। এই প্রকল্পের প্রভাবে, অর্থের অভাবে পড়ুয়াদের উচ্চশিক্ষায় কোনও বাধা থাকবে না।

8 লক্ষ টাকা বার্ষিক আয়ের পরিবারের মেধাবী সন্তানদেরও 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণে সুদের উপর 3 শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও, 4.5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক পরিবারের পড়ুয়ারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পের আওতায় সুদের উপর সম্পূর্ণ ভর্তুকি পাচ্ছে।

প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্পে (PM Vidyalaxmi Scheme) কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মেলায় দেশের 860টি প্রধান উচ্চশিক্ষা কেন্দ্রের 22 লাখেরও বেশি শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় বাড়তি সুযোগ-সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প হল 2020-এর জাতীয় শিক্ষা নীতির একটি সম্প্রসারিত উদ্যোগ যা উচ্চশিক্ষার জন্য দেশের মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তা দেবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছিল, এই প্রকল্পের উদ্দেশ্য হল মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা, যাতে অর্থ তাদের পড়াশোনায় বাধা না হয়ে দাঁড়ায়।

মেধাবী পড়ুয়াদের শিক্ষা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৈষ্ণব বলেন, "খাদ্যশস্য সংগ্রহে এফসিআই একটি বড় ভূমিকা পালন করে। আজ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে (এফসিআই) শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা এফসিআইকে 10,700 কোটি টাকার নতুন ইকুইটি মূলধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন
বিদেশে পড়তে যেতে চান ? কীভাবে পাবেন শিক্ষা ঋণ ?
কেন্দ্রীয় প্রকল্পের আওতায় পাবেন মাসে 5000 টাকা ! রেজিস্ট্রেশন শুরু 12 অক্টোবর থেকে

ABOUT THE AUTHOR

...view details