পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাম মন্দিরের কর্মীদের গায়ে ফুল বর্ষণ, অভিনব অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদির - ফুল বর্ষণ

Prime Minister Narendra Modi: রাম মন্দির নির্মাণকারী কর্মীদের গায়ে ফুল বর্ষণ করে অভ্যর্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর জটায়ুর মূর্তির উপরও ফুল বর্ষণ করতে দেখা যায় তাঁকে ৷ পাশাপাশি এদিন হেলিকপ্টার থেকে আগত অতিথিদের উপর ফুল ছড়ানো হয় ৷

Prime Minister Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 9:54 PM IST

শ্রমিকদের অভিনব অভ্যর্থনা মোদির

অযোধ্যা, 22 জানুয়ারি: রাম মন্দির নির্মাণ করতে কঠোর পরিশ্রম করেছেন শ্রমিকরা ৷ মন্দির নির্মাণকারী ওইসব কর্মীদের গায়ে ফুল বর্ষণ করে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শ্রমিকেরা চেয়ারে বসেছিলেন ৷ হাতে ঝুড়ি নিয়ে কর্মীদের মাঝে হাঁটতে হাঁটতে তাঁদের উপর ফুল ছড়ালেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি এ দিন রাম মন্দির চত্বরে থাকা জটায়ুর মূর্তির উপরও ফুল বর্ষণ করেন ৷

পাশাপাশি তিনি অযোধ্যাধামে ভগবান শিবের পুজোও করেন । অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা ৷ হেলিকপ্টারে করে রাম মন্দির ও সেখানে উপস্থিত অতিথিদের উপর ফুল ছড়ানো হয় ৷ হাত জড়ো করে উপস্থিত সকলকে সম্বোধন করেন মোদি ৷ তিনি বলেন, "রামলালার মূর্তি উন্মোচনের মুহূর্তটি কেবল বিজয়ের নয়, বিনয়েরও একটি উপলক্ষ ।"

দীর্ঘ অপেক্ষার অবসান হল সোমবার ৷ কয়েক শতক বাদে নিজের ঘরে ফিরেলেন রামলালা ৷ আর তাঁকে তাঁবুতে থাকতে হবে না ৷ মাথার উপর ছাদ পেয়েছেন তিনি ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ফুলের চাদরে সেজে উঠেছে রাম মন্দির ৷ সোমবার নিজের হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী ৷ এরপর মন্দিরের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "এই মন্দির নির্মাণ দেশের শান্তি, ধৈর্য, ​​সম্প্রীতি ও সংহতির প্রতীক। ভারতীয় সমাজের সমন্বয়ের ফসল । যারা বলেছিল মন্দির নির্মাণ হলে আগুন জ্বলবে তারা ভারতের সামাজিক চেতনাকেই বুঝতে পারেনি । আমরা দেখছি যে এই নির্মাণের ফলে কোনো আগুন জ্বলছে না, বরং শক্তি মিলছে ৷ অযোধ্যার মন্দির আদতে জাতীয় চেতনার মন্দির ।"

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার । একটি লাল ভাঁজ করা ওড়নার উপর রুপোর 'ছত্তর' (ছাতা) নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন প্রধানমন্ত্রী । আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অনুষ্ঠানের সময় মন্দিরের ভিতরে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন:

  1. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  2. মন্দিরের উদ্বোধনের সঙ্গে রাম রাজ্যের সূচনা হল, মন্তব্য যোগী আদিত্যনাথের
  3. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details