দ্রাস (কার্গিল), 26 জুলাই: কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, পাকিস্তান ইতিহাস থেকে কোনও শিক্ষা নেয়নি ৷ যখনই তারা কোনও দুঃসাহসিক কাজ করেছে, তখনই তারা পরাজয়ের সম্মুখীন হয়েছে ।
1999 সালের 26 জুলাই পাকিস্তানের বিরুদ্ধে ভারত কার্গিল যুদ্ধে বিজয়ী হয়েছিল ৷ সেই জয়ের স্মরণে প্রতি বছর 26 জুলাই বিজয় দিবস পালন করা হয় ৷ লাদাখের কারগিলের দ্রাস সেক্টরে ওয়ার মেমোরিয়ালও রয়েছে ৷ কার্গিল যুদ্ধ জয়ের 25 বছর পূর্তিতে সেই ওয়ার মেমোরিয়ালে গিয়ে এ দিন শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার পর উপস্থিত সেনাকর্মীদের সামনে ভাষণ দেন তিনি ৷
সেই সময়ই তিনি তোপ দাগেন পাকিস্তানের বিরুদ্ধে ৷ পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কড়াবার্তা দেন তিনি ৷ প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সাহসী জওয়ানরা সন্ত্রাস দমন করবে এবং শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হবে ৷" সন্ত্রাস ইস্যুতেও তিনি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন৷ তাঁর কথায়, সন্ত্রাসে মদত দিয়ে ও ছায়াযুদ্ধ চালিয়ে পাকিস্তান নিজেদের প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে ৷
অন্যদিকে কার্গিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‘দেশ সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ প্রচেষ্টা ও আত্মত্যাগকে সম্মান জানায় । কারগিলে আমরা শুধু যুদ্ধই জিতিনি, সত্য ও সংযম এবং শক্তির এক চমৎকার উদাহরণ দিয়েছি ৷’’
এদিকে প্রধানমন্ত্রী যেমন কার্গিল গিয়ে যুদ্ধের শহিদ ও অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তেমন অনেকেই সোশাল মিডিয়ার মাধ্যমে স্মরণ করেছেন এই দিনটিকে ৷ রাষ্ট্রপতি ভবনের তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বার্তা সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷
সেখানে লেখা হয়েছে, "কার্গিল বিজয় দিবস আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং অসাধারণ বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কৃতজ্ঞ জাতির কাছে একটি উপলক্ষ । আমি প্রত্যেক সৈনিককে শ্রদ্ধা জানাই যাঁরা 1999 সালে কার্গিলের শিখরে ভারত মাতাকে রক্ষা করার সময় সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন এবং তাঁদের পবিত্র স্মৃতির প্রতি প্রণাম জানাই ৷ আমি নিশ্চিত যে সমস্ত দেশবাসী তাঁদের ত্যাগ ও বীরত্ব থেকে অনুপ্রেরণা পাবে ৷’’
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই দিনটিকে সোশাল মিডিয়ার মাধ্যমে শ্রদ্ধা জানান ৷ তিনি লেখেন, "আজ, কার্গিল বিজয় দিবসের 25 তম বার্ষিকীতে আমরা 1999 সালের যুদ্ধে বীর সৈনিকদের অদম্য চেতনা ও সাহসের কথা স্মরণ করি । তাঁদের অটল প্রতিশ্রুতি, বীরত্ব ও দেশপ্রেম আমাদের দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করেছে । তাঁদের সেবা এবং আত্মত্যাগ প্রতিটি ভারতীয় ও আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে ।"
এই দিনটিকে স্মরণ করেছেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ ও সশস্ত্রবাহিনীর সমস্ত পদমর্যাদার আধিকারিকরা ৷ এই নিয়ে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের সদর দফতরের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, "আমরা কার্গিলের বীরদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছি এবং সাহস ও সম্মান এবং ত্যাগের সঙ্গে তাঁরা যে আমাদের দেশকে রক্ষা করেছিলেন, তাকে আমরা চিরকাল সম্মান করতে থাকব ।"
এই নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, "কার্গিল বিজয় দিবসে আমাদের সাহসী সৈন্যদের বীরত্ব এবং আত্মত্যাগকে স্যালুট জানাই । তাঁদের সাহস ও দেশপ্রেমের উত্তরাধিকার সমস্ত ভারতীয়দের জন্য একটি পথপ্রদর্শক আলো হিসাবে কাজ করে ।" জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা বিজয় দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন ৷