ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জনগণের প্রত্য়াশা পূরণে লোকসভায় বড় ভূমিকা নেবেন অধ্যক্ষ ওম বিড়লা, মত প্রধানমন্ত্রীর - PM Modi Praises Om Birla - PM MODI PRAISES OM BIRLA

PM Modi Praises Om Birla: বুধবার বিজেপি সাংসদ ওম বিড়লা দ্বিতীয়বারের জন্য লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন ৷ অধ্যক্ষকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী মনে করেন, জনগণের প্রত্য়াশা পূরণে লোকসভায় বড় ভূমিকা নেবেন অধ্যক্ষ ওম বিড়লা ৷

PM Modi Praises Om Birla
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 26, 2024, 12:31 PM IST

Updated : Jun 26, 2024, 1:06 PM IST

নয়াদিল্লি, 26 জুন: লোকসভায় সাংসদদের আগামী পাঁচ বছর সঠিক পথ দেখাবেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

জনগণের প্রত্য়াশা পূরণে লোকসভায় বড় ভূমিকা নেবেন অধ্যক্ষ ওম বিড়লা, মত প্রধানমন্ত্রীর (ইটিভি ভারত)

বুধবার লোকসভার অধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন বিজেপির সাংসদ ওম বিড়লা ৷ এই নিয়ে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ৷ তার পর তিনি ওম বিড়লার উপর আস্থা প্রকাশ করেন ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, অধ্যক্ষ ওম বিড়লা জনগণের প্রত্যাশা পূরণে লোকসভায় একটি বড় ভূমিকা পালন করবেন ।

এ দিন অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লাকে তাঁর আসন পর্যন্ত এগিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ৷ ফলে অধ্যক্ষ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার থেকে যে টানাপোড়েন চলছিল শাসক ও বিরোধী পক্ষের মধ্যে, তা সরিয়ে সম্প্রীতির ছবি সামনে এসেছে লোকসভায় ৷

2014 সালে প্রথমবার সাংসদ হন ওম বিড়লা ৷ 2019 সালে তাঁকে লোকসভার অধ্যক্ষ করা হয় ৷ সেবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতলেও এবার ভোটাভুটি হয় ৷ বিরোধীদের তরফে কেরালার সাংসদ কে সুরেশকে প্রার্থী করা হয়েছিল ৷ শেষ পর্যন্ত ধ্বনিভোটে আরও একবার লোকসভার অধ্য়ক্ষ হিসেবে নির্বাচিত হন ওম বিড়লা ৷

তার পরই তাঁকে লোকসভার সব সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে সংসদের নিম্নকক্ষে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী জানান, গত পাঁচ বছর লোকসভার ইতিহাসে স্বর্ণযুগ ছিল ৷ সেই ঐতিহাসিক পাঁচ বছর ওম বিড়লা লোকসভা পরিচালনা করেছেন ৷

একই সঙ্গে প্রধানমন্ত্রী মনে করেন যে পরবর্তী পাঁচ বছরে আরও অনেক নজির তৈরি করবেন ওম বিড়লা ৷ প্রধানমন্ত্রী আরও জানান, গত লোকসভা 97 শতাংশ কাজ হয়েছে ৷ গত 25 বছরে এটাই সেরা পরিসংখ্যান ৷ মোদি বলেন, ‘‘ওম বিড়লার মিষ্টি হাসি লোকসভাকে খুশিতে ভরিয়ে রেখেছিল ৷’’

এর আগে বলরাম ঝাকড় (1980 ও 1984 সালে) পর পর দু’বার লোকসভার অধ্যক্ষ হন ৷ 1980 থেকে 1989 সাল পর্যন্ত টানা ন’বছর তিনি ওই আসনে ছিলেন ৷ তার পর ওম বিড়লা একই নজির গড়লেন ৷ এ দিন মোদির ভাষণে এই বিষয়টিও উঠে এসেছে৷ কোভিড অতিমারীর সময় সংসদ পরিচালনায় ওম বিড়লার ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী ৷ তিনি আরও জানান, সাংসদ হিসেবে কোটায় যে উন্নয়নমূলক কাজ ওম বিড়লা করেছেন, তা তরুণ সাংসদদের অবশ্যই অনুপ্রাণিত করবে ৷

উল্লেখ্য, গত দু’দশকে লোকসভার অধ্যক্ষ হিসেবে যাঁরা দায়িত্ব সামলেছেন, তাঁদের কেউ হয় পরবর্তী ভোটে লড়েননি ৷ অথবা ভোটে হেরে গিয়েছেন ৷ সেদিক থেকেও ওম বিড়লা নজির গড়েই ফিরেছেন লোকসভায় ৷

Last Updated : Jun 26, 2024, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details