নয়াদিল্লি, 7 জানুয়ারি: আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমেরিকার রাজনীতিতে বড়সড় পালাবদল হতে চলেছে ৷ এই আবহে ভারত সফর সারলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করলেন তিনি ৷ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে এক্স হ্যান্ডেলের পোস্টে জানান মোদি ৷
পোস্টে তিনি লেখেন, "সালিভানের সঙ্গে বৈঠকে আনন্দিত হয়েছি ৷ প্রতিরক্ষা, মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ একাধিক বিষয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে ৷ দুই দেশের সাধারণ মানুষ তথা বিশ্ববাসীর মঙ্গলে আগামী দিনে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা রয়েছে ৷"
উল্লেখ্য, আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ৷ সেই সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেবেন মাইক ওয়াল্টজ ৷ তার আগে দু'দিনের জন্য শেষ ভারত সফর সারলেন সালিভান ৷ সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন তিনি ৷
বৈঠকের পর দুই দেশের তরফে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় ৷ বলা হয়, "দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে ৷ আগামী দিনে উন্নত প্রযুক্তির মাধ্য়মে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জেক সালিভান ৷ এমনকী, ভারতীয় পারমাণবিক সত্তাগুলিকে তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আমেরিকার প্রচেষ্টার কথা ঘোষণা করেছেন জেক সালিভান ৷"
পারমাণবিক শক্তি ছাড়াও দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জলসীমা নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর ৷ পাশাপাশি, এই বৈঠকে 'ইনিসিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি বা আইসিইটি'এর বিষয়টিও উঠে এসেছে বলে জানা গিয়েছে ৷