নয়াদিল্লি, 10 জানুয়ারি: ‘‘আমি ভগবান নই, মানুষ-ই ৷ ভুল আমারও হয় ৷’’ বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে দেশের এক অংশের জনগণ শুধু ভগবানের আসনেই বসায়নি, মোদি নিজেও বলেছিলেন, তিনি ভগবানেরই অংশ ৷ পক্ষান্তরে ভগবান ৷ এবার একটি পডকাস্টে প্রধানমন্ত্রী বললেন, তিনি মানুষ, ভগবান নন ৷
তাঁর প্রথম পডকাস্ট রেকর্ড করেছেন নরেন্দ্র মোদি ৷ জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে ওই পডকাস্টটি সম্ভবত শুক্রবার প্রকাশিত হবে। তার আগে সামনে এসেছে পডকাস্টটির একটি প্রোমো ৷ 2 মিনিট 13 সেকেন্ডের ওই প্রোমোই এখন নেটদুনিয়ায় ‘ভাইরাল’ ৷ তার কারণ, প্রধানমন্ত্রীর ওই স্বীকারোক্তি ৷ মোদি বলেন, ‘‘গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি একটি ভাষণে অসংবেদনশীল মন্তব্য করেছিলাম ৷ আমার ভুল হয়েছিল ৷ আমিও মানুষ, ভগবান নই ৷’’