দ্বারকা, 25 ফেব্রুয়ারি:ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ তৈরি। সুদর্শন সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ রবিবার সকালেই সেতু উদ্বোধনের উদ্দেশ্যে গুজরাতের বেত দ্বারকা পৌঁছন তিনি ৷ সেখানে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, ক্যাবিনেট মন্ত্রী মুলুভাই বেরা, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি, সাংসদ সি.আর.পাতিল, সাংসদ পুনম্বনে ম্যাডাম, বিধায়ক পবুভা মানেক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ৷ বট দ্বারকায়, প্রধানমন্ত্রী মোদি শাস্ত্রীয় আচার মেনে দ্বারকাধীশের পুজো করার পাশাপাশি একটি প্লেট অর্পণ করেন ।
বেত দ্বারকা পরিদর্শন শেষে সুদর্শন সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ যা ওখা এবং বেত-দ্বারকা দ্বীপকে সংযুক্ত করে 978.93 কোটি টাকা ব্যয়ে নির্মিত । উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেতুটি পরিদর্শন করেন । এটি ওখা এবং বেত দ্বারকার মধ্যে ঐতিহ্যবাহী নৌকার রুট প্রতিস্থাপন করবে ৷ যা সাধারণত ব্যবহার করেন তীর্থযাত্রী এবং স্থানীয়রা ব্যবহার করে ।
এতদিন ওখা থেকে বেত দ্বারকা যেতে হলে ফেরিবোটের সাহায্যে নেওয়া হচ্ছিল । এখন ওখা থেকে বেত দ্বারকাকে সংযোগ করল এই ব্রিজ ৷ চতুর্মুখী এই ব্রিজ 900 মিটার দীর্ঘ কেন্দ্রীয় কেবল মডিউলের উপর নির্মিত । এটাই দেশের দীর্ঘতম কেবল সেতু ৷ ওখা ও বেত দ্বারকার উভয় পাশে 2 হাজার 452 মিটার অ্যাপ্রোচ রোড তৈরি করা হবে । সেতুটির মোট দৈর্ঘ্য 2 হাজার 320 মিটার । বিস্তার 500 মিটার । যা ভারতের দীর্ঘতম । সেতুটিতে 130 মিটার উচ্চতার দুটি তোরণ রয়েছে । আগে নৌকায় যাতায়াত করতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগত ৷ এখন সেতু নির্মাণ হওয়ায় অনেক কম সময় লাগবে ।
পথচারীদের জন্য একটি দেখার গ্যালারিও দেওয়া হয়েছে এখানে । সেই জায়গা থেকে বেত দ্বারকা ও সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা । সেতুতে যানবাহন ছাড়াও হাঁটা, সাইকেল চালানো, গলফ কার্ট দিয়েও যাতায়াত করা যাবে ।
এছাড়া রাতের বেলা সেতুতে থাকছে আলোকসজ্জার ব্যবস্থা । এই ব্রিজ যে নিঃসন্দেহে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা বলাই বাহুল্য ।