পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'শক্তিশালী ভারত গড়তে তরুণরা রাজনীতিতে যোগ দিন', বার্তা প্রধানমন্ত্রীর - PM Narendra Modi - PM NARENDRA MODI

113th Mann Ki Baat: এদিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণদের রাজনীতিতে যোগ দেওয়ার উপর জোর দেন ৷ তিনি জানান, তরুণরা তাঁর এই বার্তায় প্রতিক্রিয়া দিয়েছেন ৷

Mann Ki Baat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি সৌজন্য: মন কি বাতের এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Aug 25, 2024, 1:24 PM IST

নয়াদিল্লি, 25 অগস্ট:ভারতের ভিত মজবুত করতে একবিংশ শতকে অনেক কিছু হচ্ছে ৷ তেমনই কিছু উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর 113তম 'মন কি বাত' অনুষ্ঠানে ৷ প্রতি মাসের শেষ রবিবার সকাল 11টায় নিজের মনের কথা নিয়ে হাজির হন তিনি ৷

15 অগস্ট স্বাধীনতা দিবসের দিন তিনি দেশের তরুণ প্রজন্মকে রাজনীতিতে যোগ দেওয়ার ডাক দিয়েছিলেন ৷ তাঁর সেই আহ্বানে দেশজুড়ে তরুণরা সাড়া দিয়েছেন, জানান প্রধানমন্ত্রী ৷ 'বিকশিত ভারত'কে শক্তিশালী, উন্নত করতে এবং একটি পোক্ত গণতন্ত্র গঠনে তরুণদের রাজনীতিতে আসা প্রয়োজন, এই বার্তা দিয়েছিলেন তিনি ৷

স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াইয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দিয়েছিলেন ৷ তাঁরা যে সবাই কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, তেমনটা নয় ৷ কোনও রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়াই তাঁরা দেশের স্বাধীনতার লড়াইয়ে অংশ নিয়েছিলেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "তাঁরা ভারতের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ৷ আজ, বিকশিত ভারতের বিকশিত ভারতের স্বপ্নপূরণেও সেই উদ্দীপনাকে আবার উজ্জীবিত করা প্রয়োজন ৷"

প্রধানমন্ত্রী জানান, বিশাল সংখ্যায় তরুণরা রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক ৷ তাঁদের শুধু যথোপযুক্ত পথনির্দেশ এবং সুযোগ দরকার ৷ এই বিষয়ে অনেকেই তাঁকে চিঠি লিখেছেন ৷ সোশাল মিডিয়াতেও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ তরুণরা জানিয়েছেন, পরিবারতন্ত্রের রাজনীতি তলায় নতুন মেধা চাপা পড়ে যায় ৷

এদিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক তরুণ শিল্পপতিদের সঙ্গে কথা বলেন ৷ তাঁরা মহাকাশ বিজ্ঞানের উপর স্টার্ট-আপ খুলেছেন ৷ তরুণরা দেশের মহাকাশ গবেষণার অগ্রগতির প্রশংসা করছেন বলে জানান প্রধানমন্ত্রী ৷ তিনি আরও জানান, মহাকাশ ক্ষেত্রে বিভিন্ন রকম সংস্কার হয়েছে ৷ সেই লাভ উঠিয়েছেন তরুণরা ৷ গত 23 অগস্ট দেশের প্রথম জাতীয় মহাকাশ দিবস (National Space Day) পালিত হয়েছে ৷ গত বছর এই দিনে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফল অবতরণ করে চন্দ্রযান-3 ৷ সেই ঘটনার কথা মনে করিয়ে দেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details