নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে 40টি আসনও পাবে তো ? ইন্ডিয়া জোটকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে দিনকয়েক আগেই এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার তাঁর সেই কথাকে ভিত্তি করেই রাজ্যসভায় কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
কী বলেছেন প্রধানমন্ত্রী ?
বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় সরাসরি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ খাড়গের উদ্দেশে তিনি বলেন,
"পশ্চিমবঙ্গ থেকে আপনার সামনে একটি চ্যালেঞ্জ উঠে এসেছে, যে কংগ্রেস 40 অতিক্রম করতে পারবে না (2024 সালের লোকসভা নির্বাচনে)। আমি প্রার্থনা করি আপনি 40টি আসন সুরক্ষিত করতে সক্ষম হন ৷"
কংগ্রেসের কর্মফলের জন্য দেশবাসী এনডিএ-কে ক্ষমতায় রেখেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী ৷ এনডিএ জোট আসন্ন লোকসভা নির্বাচনে 400 আসনে জিতবে বলে দাবি করেছেন ৷ এ প্রসঙ্গে কটাক্ষের সুরে তিনি মল্লিকার্জুন খাড়গেকে বলেন, "...এক বাত খুশি কি রহি, উনহোনে (মল্লিকার্জুন খড়গে) জো 400 সিট এনডিএকে লিয়ে আশীর্বাদ দিয়া হ্যায়...আপকে আশীর্বাদ মেরে সারা আঁখোঁ পর...৷"
উল্লেখ্য, 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে ধরনা মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, বিজেপির সঙ্গে কেউ যদি লড়তে পারে সেটা পারে বাংলা, সেটা পারে তৃণমূল । কংগ্রেস তুমি তো একা পারবে না । সবচেয়ে বড় কথা সারা ভারতে 300 আসনে লড়েও তুমি 40টা আসন পাবে কি না আমি জানি না । আজকে তোমাদের এত অহংকার । আমি তো বলেছিলাম দুটি আসন আমি তোমাদের দেব । ওই আসনে তোমাদের জিতিয়েও আনব । তোমরাই বললে হবে না । তবে কটা চাই ? 42টা ! তাহলে 42টাই নিয়ে নাও । আমরা কংগ্রেসের এই দাবি প্রত্যাখ্যান করেছি । তারপরে আমার সঙ্গে কংগ্রেসের কোনও কথা হয়নি ।"
বাংলার মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের পরও কংগ্রেসের জাতীয় স্তরের নেতারা পরিস্থিতি হালকা করার জন্য বলেছেন, ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে আলোচনা এখনও ভেস্তে যায়নি ৷ রাজ্য কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিক্ততা চরমে পৌঁছলেও জয়রাম রমেশের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙাতে তৎপর হয়েছেন ৷ তবে মমতার সে দিনের বক্তব্য মনে করিয়ে দিয়ে এ দিন প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে খাড়গের দলের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্বকে আরও উসকে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এর ফলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ আরও প্রশ্নের মুখে পড়বে কি না, তা সময়ই বলবে ৷
আরও পড়ুন:
- 300 আসনে লড়লেও গোটা দেশে কংগ্রেস 40 আসন পাবে কি না সন্দেহ: মমতা
- 370-এর বেশি আসনে জিতবে বিজেপি, লোকসভায় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি
- কংগ্রেসের জন্য বিরোধীদের আজ খারাপ অবস্থা হয়েছে, কটাক্ষ প্রধানমন্ত্রীর